কলকাতা: সময় সকাল ৯.৩৫, (বাংলাদেশের সময় সূচী অনুযায়ী, ভারতীয় সময় ৯টা ৩৫ মিনিট ) কেঁপে উঠল বাংলাদেশ (Earthquake in Bangladesh)। রিখটার স্কেলে তীব্রতা ৫.৬।

 

ভূমিকম্প অনুভূত হয় বাংলাতেও (Eathquke in Bengal)। যার জেরে কেঁপে ওঠে দক্ষিণ কলকাতার কিছু অংশ (Earthquake in South Kolkata)। এছাড়াও রাজ্যের একাধিক জেলায় কম্পন অনুভূত হয়েছে। নদীয়ার কৃষ্ণনগর এবং উত্তর ২৪ পরগণার জেলার বসিরহাটের টাকি, হিঙ্গলগঞ্জ সহ বেশ কিছু এলাকায় হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। মুর্শিদাবাদ জেলার বহরমপুর ও কান্দি-সহ বেশ কিছু জায়গায় মৃদু ভূমিকম্প অনুভব হয়েছে। ডুয়ার্স, শিলিগুড়ি অঞ্চলের স্থানীয় বাসিন্দারা জানান সকালের দিকে তারাও কম্পন অনুভব করেছেন এবং দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট, হিলি, গঙ্গারামপুর বুনিয়াদপুর-সহ বেশ কিছু জায়গায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এখনও পর্যন্ত বিশেষ ক্ষয়ক্ষতির খবর নেই।

 

 

 

Exit mobile version