এগিয়ে আসছে ‘মিগজাউম'(Michaung)। এ রাজ্যের কিছু কিছু জেলা ‘মিগজাউম'(Michaung) এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে বঙ্গোপসাগরের ওপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়। মঙ্গলবার দুপুরে দক্ষিণ অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম এবং নেল্লোরের মাঝখানে স্থলভাগে আছড়ে পড়বে মিগজাউম। ঘন্টায় গতিবেগ থাকতে পারে প্রায় ৯০-১০০ কিলোমিটার। সঙ্গে ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া।

 

‘মিগজাউম’-র (Michaung) নামকরণ করেছে মায়ানমার। যার অর্থ প্রতিরোধ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তিন দিন বৃষ্টি হতে পারে। তবে দুর্যোগের দাপট বেশি হবে না । বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে।

 

হাওয়া অফিস জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে। সেদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে উপকূল সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।বুধবার থেকে দক্ষিণের বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস  বুধ থেকে শুক্রবার উপকূলবর্তী জেলা-সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়ায়। শনিবার থেকে বৃষ্টি কমবে বলে জানা গিয়েছে। মিগজাউমের (Michaung) প্রভাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে। এই মুহুর্তে শীত পড়ার সম্ভবনাও ক্ষীণ।

 

 

 

 

Exit mobile version