কলকাতা: শহর জুড়ে এখন বিনোদনের মরসুম। শুরু হল ২৯ তম চলচ্চিত্র উৎসব(29th KIFF) আজ অর্থাৎ মঙ্গলবার। প্রদীপ জ্বালিয়ে উৎসবের শুভ সূচনা করলেন সলমন খান(Salman Khan)। চলচ্চিত্র উৎসবের (KIFF) প্রথম দিনই এক ঝাঁক তারকার সমাবেশ। ছিলেন শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট, সোনাক্ষী সিনহা সহ টলিউডের অন্যান্য তারকারাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় মান্যতা দিয়ে অনুষ্ঠান শুরু হয় রাজ্য সঙ্গীতের মাধ্যমে। গান করেন ইমন চক্রবর্তী, অদিতি মুন্সী, মনোময় ভট্টাচার্য, ইন্দ্রনীল সেন, রূপঙ্কর বাগচী। সকলে দাঁড়িয়ে সঙ্গীত পরিবেশন করেন। নৃত্য পরিবেশন করেন ডোনা গাঙ্গুলি এবং দীক্ষামঞ্জরীর ছাত্র ছাত্রীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর দেওয়া গানে নৃত্য পরিবেশন করা হয়।

 

ভাইজানের বক্তব্যে যখন হাত তা এবংলির রোল ওঠে উৎসবের আঙিনায়, তখন সকলেই মুগ্ধ। খুব কম শহরে এলেও যখনই এই শহরে এসেছেন মানুষের মন জয় করে নিয়েছেন। কলকাতায় সিনেমা করতে চান বলেও জানান তিনি।। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সকলকে শুভেচ্ছা জানান উৎসবে শামিল হওয়ার জন্য। তিনি ভাইজানকে অনুরোধ করেন যাতে আগামী বছরও চলচ্চিত্র উৎসবে (KIFF) যোগদানের জন্য। এমনকি রাখী ও ভাইফোঁটার অনুষ্ঠানেও সলমনকে নিমন্ত্রণ করেন।

 

প্রতি বছর অমিতাভ বচ্চন(Amitabh Bachchan), জয়া বচ্চন (Jaya Bachchan)এবং শাহরুখ খান (SRK) উপস্থিত থাকেন। এবছর তারা আসেননি। অনেকেই তাদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, “এ বছর শাহরুখ , অমিতাভজি এবং জয়াজি উপস্থিত থাকতে পারেননি। অমিতাভজির শরীর ভাল নেই, শাহরুখ মেয়ের ছবির প্রচারে। তবে আগামী দিনে তাঁরা আবার আসবেন”।

 

১২ই ডিসেম্বর পর্যন্ত চলবে উৎসব। বুধবার থেকে শহরের ২৩টি প্রেক্ষাগৃহে দেখানো হবে সিনেমা। সিনেমার সঙ্গে যুক্ত হয়েছে সাংস্কৃতিক উৎসব। এই বছর উৎসবের ফোকাস কান্টি স্পেন (Spain) এবং অস্ট্রেলিয়া(Australia)। বেঙ্গলি প্যানারোমায় দেখা যাবে বেশ কয়েকটি ছবি, যা আলাদা পুরস্কার বিভাগেও নিযুক্ত হয়েছে। শুধু তাই নয়, ছবি বাছাইয়ের ক্ষেত্রেও আছে বিশেষ চমক। সব মিলিয়ে চলচ্চিত্র উৎসব এবার জমজমাট।

Exit mobile version