রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল পদ থেকে সোমবার রাজীব কুমার কে সরিয়ে দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। আপাতভাবে সেই পদে নিয়োগ করা হয়েছিল বিবেক সহায়কে। তার ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্য পুলিশের নতুন ডিজি হিসেবে সঞ্জয় মুখোপাধ্যায় কে বেছে নিল নির্বাচন কমিশন। সূত্রের খবর মঙ্গলবারই নতুন পদের দায়িত্ব নিয়েছেন তিনি।

 

রাজীব কুমারের পরিবর্তে ডিজির পদে তিনজন আইপিএস কর্তার নাম সুপারিশ করার নির্দেশ দেওয়া হয়েছিল নবান্নকে। জানা গিয়েছে রাজ্যের তরফে পাঠানো হয়েছিল  রাজেশ কুমার, বিবেক সহায় এবং সঞ্জয় মুখোপাধ্যায়ের নাম । সেই তালিকা থেকে সঞ্জয় মুখোপাধ্যায়কে ডিজি হিসেবে বেছে নিয়েছে কমিশন। মঙ্গলবার দুপুরে মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকাকে চিঠি দিয়ে কমিশন জানায় এদিনই বিকেল পাঁচটার মধ্যে ওই নির্দেশ কার্যকর করতে হবে। ১৯৮৯ সালের ব্যাচের আইপিএস অফিসার সঞ্জয় দমকল ডিজির দায়িত্বে ছিলেন। তাঁর বাবা অরুন প্রসাদ মুখোপাধ্যায়ও রাজ্য পুলিশের ডিজি ছিলেন।

 

কমিশনের এদিনের ঘোষণার ফলে রাজ্যের সবচেয়ে স্বল্প সময়ের জন্য ডিজি হলেন বিবেক সহায় । নবান্ন সূত্রে জানা গিয়েছে বিবেক অবসর নিচ্ছেন ৩১শে মে। রাজ্যে শেষ দফার ভোট তখনো বাকি থাকবে । তাই তারা এমন একজনকে দায়িত্বে রাখতে চাইছেন যিনি সমগ্র ভোট পর্ব সামাল দেবেন। তবে লোকসভা ভোট পেরোলেই রাজীব ডিজি পদে ফিরতে পারেন বলে মনে করছেন প্রশাসনের কর্তারা ।

 

আরও পড়ুন: Sealdah Train Late: শিয়ালদহ থেকে একগুচ্ছ ট্রেন লেট, দিনভর যাত্রী ভোগান্তি

Exit mobile version