বছরের শেষ। পুজোর পর এই শেষটা একটু অন্যভাবেই উপভোগ করেন প্রত্যেকে। ডিসেম্বর মানেই সান্তাক্লজ,সঙ্গে পাটি, পিকনক। তবে শীতের পাটি অথবা পিকনিকের জন্য প্রয়োজন পারফেক্ট ওয়েদার অর্থাৎ শীতের আমেজ। কিন্তু শীতের দেখা নেই। গত কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ ঊর্দ্ধমুখী(Temperature gradually increasing)। তবে দ্রুত ফিরবে শীতের আমেজ। বিশেষত কয়েক দিনের মধ্যৈই পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে পারদ পতনের (Temperature gradually decreasing) সম্ভবনা রয়েছে। ধীরে ধীরে প্রবেশ করছে উত্তুরে হাওয়া (Cold wave is coming)। শীত উপভোগ করা শুধু সময়ের অপেক্ষা।

 

নভেম্বরের শেষে তাপমাত্রা বেশ কিছুটা বেড়ে ছিল, তুলনায় ডিসেম্বরের শুরুতে তাপমাত্রা কিছুটা কমে। বেড়েছে আর্দ্রতার পরিমাণ। যা সচারচর ডিসেম্বরে দেখা যায় না।

 

শীত দুয়ারে কাঁটা ঘূর্ণাবর্ত

শীতের পথে কাঁটা জোড়া ঘূর্ণাবর্ত। যার মধ্যে একটি দক্ষিণ পূর্ব আরব সাগর এলাকায় রয়েছে। অন্যটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। যা উত্তর পশ্চিম ভারতের বাতাস প্রবেশে বাধা সৃষ্টি করছে। পশ্চিমাঞ্চলের বিহার ঝাড়খণ্ড লাগোয়া কিছু জেলা ছাড়া বাকি দক্ষিণবঙ্গে কিছুটা গরমও অনুভূত হচ্ছে। তবে আবহাওয়াবিদদের মতে ডিসেম্বরের মাঝামাঝি শীত পড়ার সম্ভবনা রয়েছে(Winter coming)। ডিসেম্বরের ১৫ তারিখের পর শীতের ঝড়ো ব্যাটিং উপভোগ করতে পারে বঙ্গবাসী।

 

Exit mobile version