নিত্য দিনের যাতায়াতের সহজ মাধ্যম রেল। রেলের মাধ্যমেই দূর দূরান্তে পৌঁছে যান সাধারণ মানুষ। অফিস টাইমে ব্যস্ততার মধ্যে যোগাযোগ মাধ্যমে গণ্ডগোল হলে দুর্ভোগে পড়েন নিত্য যাত্রীরা।হাওড়া শাখায় (Howrah station) ফের ট্রেন চলাচলে বিপত্তি। ওভারহেড তার ছিঁড়ে এই বিপত্তি ঘটে বলে জানা গিয়েছে। হাওড়া (Howrah station) থেকে একাধিক শাখায় লোকাল ট্রেন চলাচল বন্ধ যে কারণে অফিস টাইমে সমস্যায় পড়েছেন যাত্রীরা। খড়গপুর, পাঁশকুড়া, আমতা শাখার যাত্রীরা সমস্যায় পড়েছেন একের পর এক লোকাল ট্রেন বাতিল হওয়ায়।

 

হাওড়া ১৩, ১৪ এবং ১৫ নং প্ল্যাটফর্ম থেকে দক্ষিণ পূর্ব রেলের কোনও লোকাল ট্রেন ছাড়ছে না। তবে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করছেন রেল কর্মীরা। কাজের জন্য বিদ্যুত সংযোগ বন্ধ রাখা হয়েছে। অফিস টাইমে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকায় ব্যাপক যাত্রী বিক্ষোভ শুরু হয় হাওড়া স্টেশনে (Howrah Station)।

Exit mobile version