কলকাতা: বাস, ট্রেন, ক্যাবের পর নিত্য যাত্রীদের ভরসা ট্যাক্সি। সেই ট্যাক্সি পরিষেবাই যদি বন্ধ থাকে সমস্যায় পড়ে মানুষ। রাস্তায় ট্যাক্সি চালকদের বিভিন্ন সময় হয়রানির শিকার হতে হয়। সেই প্রতিবাদে পথে নেমে ছিলেন বাম শ্রমিক সংগঠন এআইটিইউসি র ট্যাক্সিচালকরা।

 

১২ ঘন্টা পরিষেবা বন্ধ থাকায় শিয়ালদহ, হাওড়া, কলকাতা স্টেশন, মধ্য ও উত্তর কলকাতার যাত্রীরা অসুবিধার সম্মুখীন হয়। বহু জায়গাতেই প্রয়োজনের তুলনায় কম ট্যাক্সি চোখে পড়েছে।

 

সোমবার বেলা ১২ টার আগে থেকেই ট্যাক্সি চালকরা লেনিন সরণী সংলগ্ন রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে জড়ো হতে শুরু করে। দুপুর ১টা থেকে মিছিল শুরু হয়। মিছিলের জেরে সাময়িক ভাবে নির্মল চন্দ্র স্ট্রিট এবং চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের একাংশে যানজট দেখা যায়। তারা লালবাজারের দিকে এগোতে শুরু করলে পুলিশ তাদের ব্যারিকেড করে আটকে দেয় । তখন তারা রাস্তায় বসে প্রতিবাদ করে। তার জেরে সাময়িক ভাবে অবরুদ্ধ হয়ে পড়ে বি বি গাঙ্গুলি স্ট্রিট। হলুদ ট্যাক্সি সংগঠনের পক্ষ থেকে যানশাসনের প্রতিবাদে ছয় দফা দাবি সংবলিত স্মারকলিপি জমা দেয়া হয়। ট্যাক্সি চালকদের যথেচ্ছ মামলায় জড়ানো যাবে না। উপযুক্ত পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে এবং দূষণ পরীক্ষা করতে গিয়ে ইঞ্জিনের ক্ষতি করা চলবে না । সংগঠনের তরফ থেকে জানানো হয় যানশাসনের উন্নতি না করলে ভবিষ্যতে বেসরকারি পরিবহন রুগ্ন হয়ে পড়বে।

Exit mobile version