হাওড়া: সারা দেশ জুড়ে ধুমধাম করে পালিত হচ্ছে ছটপুজো। মূলত গঙ্গার ঘাট এবং নদীর পাড়েই এই পুজো হয়। ছট পুজোর জন্য গঙ্গার ঘাট সংস্কার এবং সাজানোর পাশাপাশি গাড়ি পার্কিংয়ের বিশেষ ব্যবস্থা করল হাওড়া সিটি পুলিশ।

 

ছট পুজো উপলক্ষে হাজার হাজার পুণ্যার্থী জড়ো হবেন গঙ্গার ঘাটে। পুজোর দিন গঙ্গার ঘাটে গাড়ি রাখতে হলে QR কোড স্ক্যান করতে হবে। QR কোড স্ক্যান করলেই খুঁজে পাওয়া যাবে গাড়ি রাখার স্থান। ছবিতে দেওয়া QR স্ক্যান করলেই মোবাইলে ভেসে উঠবে কাছাকাছি পার্কিংয়ের স্থান।

 

হাওড়া জেলার বিভিন্ন ঘাট পরিদর্শন করেছে হাওড়া সিটি পুলিশ। পুণ্যার্থীদের সুবিধার জন্য ঘাটগুলো আলো দিয়ে সাজানো হয়েছে। ঘাটের নিকটবর্তী রাস্তাগুলোতেও আলোর ব্যবস্থা করা হয়েছে। পুজোর যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখেছে পুলিশ।

 

ঘাটগুলোতে যাতে শব্দ বাজি ফাটানো যাবে না এমনই নির্দেশ দেওয়া হয়েছে। মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। এছাড়া বিপদ এড়ানোর জন্য পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেকটি ঘাট থেকে জলের কিছুটা দূরে জাল দিয়ে ঘিরে দেওয়া যাতে দুর্ঘটনা প্রতিরোধ করা যায় অথবা বিপদ থেকে উদ্ধার করা যায়। পুণ্যার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসা ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে।

Exit mobile version