বেড়াতে যেতে কে না চায়? কারোর তো আবার পায়ের তলায় সর্ষে। ট্রেন কিংবা বিমানের টিকিট, হোটেলের ব্যবস্থা – ব্যস্ত জীবনে এত ঝক্কির কারণে আর অনেকেই বেড়াতে যেতে পারেন না। বর্তমানে বিভিন্ন রকমের অ্যাপের প্রচলন রয়েছে। অনলাইন অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই টিকিট কাটা সম্ভব। ঝামেলাও কম। তবে এর মধ্যেই লুকিয়ে আছে প্রতারণার ফাঁদ। অনলাইনে ট্রেন এবং বিমানের টিকিট বুক করে প্রতারিত হয়েছেন বহু। পাশাপাশি হোটেল বুকিং এর ক্ষেত্রেও প্রতারণার শিকার হতে পারেন আপনি। সব কিছু বোঝার আগেই আপনার অ্যাকাউন্টও খালি হয়ে যেতে পারে।

 

কিছু টিপস অবলম্বন করলে এই ঝামেলা সহজেই এড়ানো সম্ভব –

  • প্রথমে নিজের পছন্দসই থাকার জায়গা নির্বাচন করুন । তারপর হোটেলের নিজস্ব ওয়েবসাইট থেকে বুক করুন। হোটেলের ওয়েবসাইটে ফোন নম্বর থাকে। ফোন করে বিশদে জেনে নিতে পারেন। রিভিউ পড়েও হোটেলের ফিডব্যাক সম্পর্কে জানতে পারবেন

 

  • যে কোনও অনলাইন অ্যাপ থেকে বুকিং না করে ভরসা রাখুন অনুমোদন ও স্বীকৃতিপ্রাপ্ত অ্যাপগুলোর ওপর। এতে প্রতারিত হওয়ার সম্ভবনা অনেকটাই কমবে

 

 

  • যেসব ওয়েবসাইটে প্রচুর ছাড় এবং লোভনীয় অফারের উল্লেখ থাকে সেখানেই পাতা থাকে প্রতারণার ফাঁদ। এইসব ওয়েবসাইটে অনেক লিঙ্ক থাকে। এক ক্লিকেই হ্যাক হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

 

  • অনলাইন বুকিং মানেই অনলাইনের মাধ্যেই পেমে্ট করতে হবে। সেক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন প্রয়োজন । নির্ভরযোগ্য অ্যাপ না হলে টাকা পয়সা লেনদেন করা উচিত নয়। অনেক সময় অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট টাকা ট্রান্সফারের কথা বলা হয়। সেক্ষেত্রে ওয়েবসাইটগুলো খুঁটিয়ে দেখে তবেই বুক করুন। তাহলেই আর্থিক প্রতারণা এড়ানো সম্ভব

 

Exit mobile version