কলকাতা: ‘এত আনন্দ আয়োজন সবই বৃথা তোমায় ছাড়া’ । মা মর্ত্যে এলে সারা পৃথিবী সাজে আলোয় কিন্তু দেবী দূর্গার বিদায়ের সাথে সাথেই চারদিক কেমন যেন অন্ধকার হয়ে যায়। ফিকে হয়ে যায় সমস্ত আলো। আবার একটা বছরের অপেক্ষা। মাঝে শুধু একটাই সান্ত্বনা। আসছে দীপাবলি, আলোর উৎসব। মা কালির আগমনে আলোর রোশনাইয়ে সেজে ওঠে পৃথিবী। দূর্গাপুজোর বাজার মানেই জামা কাপড় মানানসই জুয়েলারি তেমন কালিপুজো মানেই রঙ বেরঙের আলো, আতস বাজির বাজার।

 

এই কালিপুজোয় বাজার করুন বিএনআই এর সাথে। বিএনআই উত্তর কলকাতার লেকটাউনে দীপাবলি উপলক্ষ্যে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে যেখানে একই ছাদের তলায় সালোয়ার, কুর্তা, জুয়েলারি যেমন কানের দুল, গলার হার, চুড়ি, আংটি, সুগন্ধি। এই আলোর উৎসবে শুধু নিজেকেই নয়, সাজিয়ে তুলুন ঘর বাড়িও। বাড়ি সাজানোর জন্য পাওয়া যাবে বিভিন্ন রকমের শো পিস, ফ্লাওয়ারভাস। রান্নাঘরকে গড়ে তুলুন নতুন করে। পাওয়া যাবে বিভিন্ন ধরণের মশলা এবং মশলাদানি। উৎসব উপলক্ষ্যে অনেকেই নিজেকে সাজানোর সঙ্গে সঙ্গে ঠাকুরকেও সাজাতে ভালবাসেন। তাদের জন্যও আছে ব্যবস্থা। এখানে পাবেন ঠাকুরের মূর্তি এবং ঠাকুরের পোশাক।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমল সামল, শ্রী রাহুল মোহাতা (নির্বাহী পরিচালক), অমিত শর্মা(এরিয়া ডিরেক্টর)। প্রদর্শনীর আয়োজক মহেশ দুবে, সোমকান্ত কুশওয়াহা, রাধে শ্যাম সারদা, সন্দীপ কেজরিওয়াল, সোনু গোয়েঙ্কা, পবিত্র মুন্ধরা, সুনিত আগরওয়াল, বিশাল মন্ত্রী, শ্রেয়াংশ আগরওয়াল, কেশব ভট্টর।

 

আসন্ন দীপবলি উপলক্ষে শহরের বড় বড় বাজারগুলোতে বিকিকিনি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বড়বাজার, গড়িয়াহাট, হাতিবাগান, নিউ মার্কেট চত্বরে ভিড় বাড়ছে। তবে অনেকেই আছেন যারা শারীরিক সমস্যার জন্য বেশি হাঁটতে পারেন না। এবছর বিএনআই নিয়ে এসছে বিশেষ সুযোগ। একই জায়গায় পাবেন ঘর সাজানো থেকে গৃহস্থালির সমস্ত জিনিস। তাহলে আর দেরি কেন আলোর উৎসবে বিএনআই এর সঙ্গে সাজিয়ে তুলুন নিজেকেও।

 

 

Exit mobile version