কলকাতা: বড়দিনে জনতার ভিড় সামাল দিতে বাড়তি মেট্রো (Metro Rail) চালিয়েছিল কর্তৃপক্ষ। ভিড়ও উপচে পড়েছিল মেট্রো রেলে(Kolkata Metro Rail)। কিন্তু বর্ষশেষের রাতে আর এই সুবিধা পাওয়া যাবে না। অন্য রবিবারের মতোই ৩১ ডিসেম্বর রাতেও শেষ মেট্রো দমদম এবং কবি সুভাষ থেকে ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। অর্থাৎ বেশি রাত পর্যন্ত পার্কস্ট্রিটে পার্টিি সেরে বাড়ি ফেরার জন‌্য মেট্রো পাওয়া যাবে না। তাই মেট্রো রেলের (Metro Rail) ভরসায় বর্ষশেষের রাত যদি সেলিব্রেট করেন, তাহলে সমস্যা বাড়বে।

তবে রাতে পার্কস্ট্রিটমুখী জনতাকে বাড়ি ফেরাতে বিশেষ বাস প্রস্তুত রাখছে পরিবহণ দপ্তর। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ গন্তব্যের জন‌্য বাস চলবে। থাকবে পর্যাপ্ত বেসরকারি বাস, অটোও। জানানো হয়েছে, বর্ষশেষের রাতে এসপ্ল্যানেড, পার্কস্ট্রিট, ময়দান, রবীন্দ্রসদন এবং দমদম মেট্রো স্টেশনেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। এই স্টেশনগুলোয় প্রশিক্ষণপ্রাপ্ত আরপিএফ জওয়ান মোতায়েন করা হবে। প্রতিটি স্টেশনে থাকবেন মেট্রো রেলের একাধিক কর্মী এবং আধিকারিকরা। এছাড়াও মহিলা, শিশু এবং বয়স্ক যাত্রীদের জন্য পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে (Park Street Metro Station) রাখা হবে মহিলা আরপিএফ কনস্টেবল। পার্কস্ট্রিট, ময়দান ও এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে বিশেষ টিমও রাখা হবে। এই দলে থাকবেন একজন সাব ইন্সপেক্টর, একজন এএসআই পদমর্যাদার আধিকারিক এবং মেট্রো রেলের ৪ আধিকারিক। বিকেল এবং সন্ধেয় সব থেকে বেশি ভিড় হয় পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে (Park Street Metro Station)। ভিড় সামলাতে আরও একটি বিশেষ দল রাখা হবে। সেই দলে মেট্রো রেলের (Metro Rail) পক্ষ থেকে  ১ জন আধিকারিক এবং ৪ জন সাধারণ কর্মী থাকবেন।

 

বড়দিনের মত মেট্রো স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা আজও অটুট। শুধু বাড়তি পরিষেবাই পাওয়া যাবে না বর্ষ শেষের রাতে। পার্টি অল নাইটের ব্যবস্থায় থাকবে একাধিক বাস এবং অটো।

Exit mobile version