কলকাতা: নিত্য দিনের যোগাযোগের সহজ মাধ্যম মেট্রো রেল (Metro Rail)। শহুরে যানজট দূর হটানোর এটাই শ্রেষ্ঠ উপায়। অন্যান্য দিনের মত উৎসবের দিনও একমাত্র ভরসা পাতাল রেল(Metro Rail)। ডিসেম্বরের শেষ সপ্তাহে শহর এবং শহরতলির মানুষের একমাত্র আড্ডার ঠেক পার্ক স্ট্রিট। বড়দিনে মধ্য রাতঅবধি চলে আম আদমির আনাগোনা। বাড়ি ফিরতে যাতে অসুবিধা না হয় তাই অনেক রাত পর্যন্ত মেট্রো (Metro Rail) চলে ছিল। কলকাতা মেট্রোর (Metro Rail) দেওয়া তথ্য অনুযায়ী বড়দিনে কলকাতা মেট্রোয় (Metro Rail) যাতায়াত করেছেন ৫ লাখেরও বেশি মানুষ। আর শুধু তাই নয়, বেশি রাত পর্যন্ত পরিষেবা পাওয়ায়, বাড়ি ফিরতে সুবিধাও হয়েছে যাত্রীদের।

 

মেট্রোর দেওয়া পরিসংখ্যান বলছে, বড়দিনে ব্লু লাইন ব্যবহার করেছেন  ৪ লাখ ৯৬ হাজার ৭৬২ জন যাত্রী, যা গতবারের চেয়ে ২৪ হাজার ২০০ বেশি। পাশাপাশি গ্রিন লাইন ব্যবহার করেন ২৪ হাজার ৭৪৩ জন এবং পার্পল লাইনে যাতায়াত করেন ৪৭৫ জন যাত্রী। ২৫ ডিসেম্বর দমদমে সর্বাধিক যাত্রী সংখ্যা ৫২ হাজার ৭৫১ জন নথিভুক্ত করা হয়েছে। অন্যদিকে পার্কস্ট্রিটে এই বছর যাত্রী সংখ্যা ছিল ৩৭ হাজার ৫৮ জন। গত বছর পার্কস্ট্রিটে এই সংখ্যাটি ছিল ১৮ হাজার ৯০০ জন। পাশাপাশি এসপ্ল্যানেড এবং রবীন্দ্র সদনে যাত্রী সংখ্যা ছিল  ৪২ হাজার ২৮৭ জন ৩৩ হাজার ১১২ জন।

 

বড়দিনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মেট্রো রেলওয়ের (Metro Rail)পক্ষ থেকে পার্ক স্ট্রিট, ময়দান এবং এসপ্ল্যানেডের মতো স্টেশনগুলিতে অতিরিক্ত RPF অফিসার এবং কর্মী নিযুক্ত করা হয়। মহিলা ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে মহিলা RPF কর্মীদেরও মোতায়েন করা হয় ৷ পার্ক স্ট্রিট, ময়দান, এসপ্ল্যানেড এবং রবীন্দ্র সদন স্টেশনে অতিরিক্ত বুকিং কাউন্টার খোলা হয়। পাশাপাশি সঠিকভাবে যাত্রী ম্যানেজমেন্টের জন্য বিভিন্ন মেট্রো স্টেশনে পর্যাপ্ত সংখ্যক কর্মীও মোতায়েন করে কর্তৃপক্ষ।

মেট্রোর (Metro Rail) তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল বড়দিনে মেট্রো উত্তর-দক্ষিণ করিডোর অর্থাৎ ব্লু লাইনে মিলবে মোট ১৯৪টি পরিষেবা। এদিন শেষ মেট্রো কবি সুভাষ স্টেশন থেকে ছেড়ে যায় রাত্রি ১১টা ১০ মিনিটে। আর দক্ষিণেশ্বর স্টেশন থেকে শেষ মেট্রো ছেড়ে যায় রাত্রি ১০টা ৫৮ মিনিটে। ক্রিসমাসে মধ্যরাত পর্যন্তই মেট্রোর উত্তর-দক্ষিণ করিডোরে পরিষেবা পেয়েছেেন যাত্রীরা।

Exit mobile version