ছুটি, ছুটি। হুজুক প্রিয় ভ্রমণ পিপাসুদের কাছে ছুটি মানেই বেড়ানো। বেড়ানোর জন্য অনেকে সারা বছর টাকাও সঞ্চয় করেন। তবে বেড়ানো মানেই দূর দূরান্তে যাওয়া নয়, কাছাকাছিও কদিনের জন্য ঘুরে আসা যায়। আপনি যদি জঙ্গল ভালবাসেন তাহলে চট করে ঘুরে আসতে পারেন ডুয়ার্সে (Dooars)। তাও আবার স্বল্প খরচে। ডুয়ার্স (Dooars) ভ্রমণে শেয়ার গাড়ির সুযোগ পাবেন পর্যটকরা। এতে তাদের খরচ অনেকটাই কমবে। ছোট গাড়ি কিংবা বড় গাড়ি শেয়ার করার সুযোগ পাওয়া যাবে সব ক্ষেত্রে। শুক্রবার উদ্বোধন হল এই বিশেষ পরিষেবার।

 

ডুয়ার্সে (Dooars) ঘুরতে আসা পর্যটকদের খরচ কমাতে এই উদ্যোগ নিয়েছে আইএনটিটিইউসি অনুমোদিত রিজার্ভ ট্যাক্সি ড্রাইভার ইউনিয়ন। এদিন চালসা সংলগ্ন টিয়াবন এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে শেয়ারিং গাড়ির পরিষেবার সূচনা করা হয়। পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা হল ডুয়ার্স। প্রতিবছর প্রচুর পর্যটক ডুয়ার্সের পাহাড়, নদী, জঙ্গল ঘুরতে আসেন। পর্যটকদের পকেটের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

 

আশা করা হচ্ছে এর ফলে ডুয়ার্সে (Dooars) পর্যটকের সংখ্যা আরও বাড়বে। একটি নির্দিষ্ট রুটে একটি নির্দিষ্ট রেট চার্ট করা হবে। যেসব পর্যটক ছোট গাড়ি, বড় গাড়ি বা জিপসি অন্য পর্যটকদের সঙ্গে শেয়ার করতে চাইবেন, তাদের খরচ কমবে। কেননা এতে করে দুজন পর্যটকের জায়গায় চারজন যেতে পারবেন। ফলে গাড়ি ভাড়া চারজন মিলে দিবেন। টিয়াবন এলাকা থেকেই পর্যটকরা শেয়ারিং গাড়ির মাধ্যমে সেভেন পয়েন্ট, লাভা, ডেলো, গজলডোবা, জলদাপাড়া-সহ বিভিন্ন জায়গায় যেতে পারবেন।

 

 

Exit mobile version