কলকাতা: ফের মেট্রোয় ভোগান্তি। রেকের সমস্যা জনিত কারণে দমদম থেকে দক্ষিণেশ্বর মেট্রো পরিষেবা (Metro Rail) ব্যাহত হয়। নোয়াপাড়া স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো (Metro Rail) চালানো হয়েছে। দক্ষিণেশ্বর এবং বরানগর স্টেশনে মেট্রো (Metro Rail) চলাচল বন্ধ রাখা হয়েছে।

 

কী জানা যাচ্ছে ?

বরানগরে দক্ষিণেশ্বরগামী একটি রেকের কালেক্টর সমস্যার কারণে দমদম এবং দক্ষিণেশ্বরের মধ্যে মেট্রো পরিষেবা (Metro Rail) ১ টা ৫২ মিনিট থেকে স্থগিত করা হয়। ১টা ৫৮ মিনিট থেকে দমদম এবং কবি সুভাষের মধ্যে পরিষেবা চালানো হয়েছে।

 

কী জানাচ্ছে মেট্রো ?

দুদিন আগেই নোয়াপাড়া থেকে বরানগরের যে আপ লাইনের থার্ড লাইনে মেট্রো চলাচলে (Metro Rail) বিঘ্ন ঘটে। বিদ্যুৎ সংযোগে সমস্যার জন্যই এই সমস্যা হয়। ওই অংশে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ এবং ডাউন দুই লাইনেই বন্ধ করে দেওয়া হয় মেট্রো পরিষেবা (Metro Rail)। বৃহস্পতিবার দুপুর ২টো ১৮ মিনিট থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল এই পরিষেবা। তবে সেদিন দমদম থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো পরিষেবা (Metro Rail) চালু রাখা হয়।

 

উল্লেখ্য, রবিবার অফিস যাত্রীর চাপ কম থাকলেও ছুটির দিনে অনেকেই  প্রয়োজনীয় কাজে বেড়িয়ে ছিলেন।তাছাড়া কিছু দিন পরেই বড়দিন এবং নিউ ইয়ার সেলিব্রেসন, আবারও উৎসব, তাই ধীরে ধীরে ভিড়ও বাড়ছে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা (Metro Rail) প্রচুর যাত্রী ব্যাবহার করে থাকেন। দক্ষিণেশ্বর মন্দির যাওয়ার জন্য এই মেট্রো পরিষেবা (Metro Rail) যাত্রীদের কাছে খুবই সুবিধাজনক। তবে যান্ত্রিক ত্রুটির কারণে ফের মেট্রো পরিষেবা(Metro Rail) ব্যাহত হওয়ায় সমস্যা পড়তে হচ্ছে যাত্রীদের।

বারবার মেট্রোয় দুর্ভোগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। এর আগের সপ্তাহে মেট্রোয় আত্মহত্যার ঘটনায় ভোগান্তি শুরু হয়। রবীন্দ্র সদনে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। যদিও ঝাঁপ দেওয়ায় সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন চালক। তবে আত্মঘাতী যুবকের দেহ ট্রেনের নীচে চলে যায় বলে জানা যায়। ফলে মেট্রোর সার্ভিস ব্যাহত হয়।

Exit mobile version