কলকাতা: ‘দেখো রে নয়ন মেলে, জগতের বাহার’-  জগতের বাহার আর দেখা হবে না। চিরঘুমে গুপি কণ্ঠ । প্রয়াত গায়ক এবং প্রাক্তন তৃণমূল বিধায়ক অনুপ ঘোষাল (Anup Ghoshal)। শুক্রবার দুপুর ১.৩০ মিনিটে দক্ষিণ কলকাতার এটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন শিল্পী।

 

বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয় তাঁর। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandyopadhyay)। তিনি লিখেছেন , “অনুপ ঘোষালের প্রয়াণে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি অনুপ ঘোষালের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি”।

 

সত্যজিৎ রায় (Satyajit Ray) পরিচালিত ‘গুপি গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’ র মত সিনেমায় গান গেয়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। মূলত নজরুলগীতি এবং শ্যামা সঙ্গীতের জন্যই প্রশংসিত হয়ে ছিলেন গায়ক। বাংলা ও হিন্দি ছাড়াও ভোজপুরি এবং অসমীয়া সিনেমাতেও গান গেয়ে ছিলেন গায়ক।

 

২০১১ সালে বর্তমান রাজ্য সরকার বিধানসভা নির্বাচনে প্রার্থী করেন তাঁকে। উত্তরপাড়া বিধানসভা আসন থেকে জয়ী অনুপ ঘোষাল (Anup Ghoshal)। রাজ্য সরকার ২০১১ সালে তাঁকে ‘নজরুল স্মৃতি পুরস্কার’ এবং ২০১৩ সালে ‘সঙ্গীত মহাসম্মান’ প্রদান করেছে।

Exit mobile version