পুরীর মন্দিরে (Jagannath temple in Puri) পোশাক বিধি মানা হবে তা আগেই জানানো হয়েছিল। নতুন বছরের প্রথম দিন থেকেই চালু হল পোশাক বিধি। এখন থেকে নিজের ইচ্ছে মত পোশাক পরিধান করে পুরীর মন্দিরে প্রবেশ করা যাবে না। এর জন্য মন্দিরের গেটের বাইরেই প্রহরীদের মোতায়েন করা হয়েছে। সঠিক পোশাক বিধি না মানা হলে সেই ভক্তদের দর্শনের অনুমতি দিচ্ছে না জগন্নাথধাম কর্তৃপক্ষ। কোন কোন পোশাকের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ?

 

কোন পোশাক পরলে নো এন্ট্রি?

শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে গত বছরই একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। যেখানে অশালীন পোশাকের একটি তালিকা উল্লেখ করে জানানো হয়, হাফ প্যান্ট, শর্টস কিংবা বারমুডা, ছেঁড়া-ফাটা জিন্স (রিপড), স্লিভলেস পোশাক পরে জগন্নাথ মন্দিরে (Jagannath Temple in Puri) প্রবেশ করা যাবে না।

 

কোন পোশাক পরে ঢুকতে পারবেন দর্শনার্থীরা?

মহিলাদের ক্ষেত্রে শাড়ি কিংবা সালোয়ার কামিজ এবং পুরুষদের ক্ষেত্রে পাজামা-পাঞ্জাবি পরে আসার অনুরোধ করা হয়েছে দর্শনার্থীদের। এ ক্ষেত্রে ১২ বছরের নীচের শিশুদের ক্ষেত্রে রয়েছে ছাড়। ধুতি এবং গামছা কাঁধে বহু জগন্নাথ ভক্তকে দেখা গিয়েছে বিগত দু’দিনে পুরীর মন্দিরে (Temple in Puri) প্রবেশ করতে। কেবলমাত্র মন্দির কমিটির পক্ষ থেকে নয়, পুরীর হোটেলগুলিতেও আগত ট্যুরিস্টদের জগন্নাথ মন্দিরের (Jagannath Temple in Puri)এই নতুন পোশাক বিধি নিয়ে অ্যালার্ট করা হচ্ছে। পুরীর মন্দিরের (Temple in Puri) ড্রেস কোড সম্পর্কে বিদেশি ট্যুরিস্টদেরও অবগত করছেন হোটেল কর্মীরা। পোশাকবিধি ছাড়াও পুরীর মন্দির (Temple in Puri) চত্বরে পান কিংবা গুটখা মুখে প্রবেশের অনুমতি দিচ্ছে না ভক্তদের। প্ল্যাস্টিক ব্যাগের ব্যবহারও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে পুরীর জগন্মনাথ মন্দির চত্বরে (Jagannath Temple in Puri)।

Exit mobile version