রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার পরদিনই লোকসভা ভোট নিয়ে বড় আপডেট সামনে এল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দিল্লির মুখ্য নির্বাচন কমিশনারের একটি চিঠি। যেখানে উল্লেখ করা হয়েছে, ১৮তম লোকসভা নির্বাচন শুরু হচ্ছে আগামী ১৬ এপ্রিল। খবর প্রকাশ্যে আসার পর থেকেই দেশজুড়ে নানা জল্পনা শুরু হয়ে গিয়েছে। তবে কি ঘোষণা হল ২০২৪ এর লোকসভা ভোটের নির্ঘণ্ট?

 

ফাঁস লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট?

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এল দিল্লির মুখ্য নির্বাচন কমিশনারের (Chief Election Commissioner) লেটারপ্যাড থেকে লেখা একটি বিজ্ঞপ্তি। গত ১৯ জানুয়ারির এই বিজ্ঞপ্তিতে দেখা যায়, নির্বাচন কমিশনের ইলেকশন প্ল্যানার অনুযায়ী ১৬ এপ্রিল লোকসভা ভোটের সম্ভাব্য তারিখ। যা নিয়ে দেশ জুড়ে শুরু হয় হইচই। এরপরই মুখ খোলেন দিল্লির মুখ্য নির্বাচন কমিশনার।

 

১৬ এপ্রিল লোকসভা ভোট?

দিল্লির ১১ জন জেলা নির্বাচনী আধিকারিকের উদ্দেশে জারি করা হয় এই বিজ্ঞপ্তি। Compliance/adhering to the timelines given in the Election Planner of Election Commission of India -regarding সাবজেক্টে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। সেখানেই উল্লেখ করা হয় ১৬ এপ্রিল তারিখটি। ভারতের নির্বাচন কমিশন ভোট সংক্রান্ত যে সূচি দিয়েছে, সেটি পালন করাই বিজ্ঞপ্তির মূল উদ্দেশ ছিল। রাজনৈতিক মহলে আলোড়ন শুরু হতেই গোটা বিষয়টি ব্যাখ্যা করেন দিল্লির মুখ্য নির্বাচন কমিশনার। বলা হয়েছে, তারিখটি এখনও চূড়ান্ত নয়। নির্বাচনী আধিকারিকদের ওই দিনটির কথা এই কারণেই জানানো হয়েছে যাতে তারা ভোট সংক্রান্ত যাবতীয় কাজকর্মের পরিকল্পনা সেরে ফেলেন।

 

Exit mobile version