অযোধ্যা: ২২ শে জানুয়ারি মহাসমারহে অযোধ্যার রাম মন্দিরের (Ayodhya Ram Temple) গর্ভগৃহে স্থাপিত হয়েছে রামলালার মূর্তি (Ram Idol)।পুজোপাঠ-আচার রীতি পালনের মধ্যে দিয়ে রামলালাকে (Ram Idol) তাঁর সিংহাসনে প্রতিষ্ঠিত করেছেন পুরোহিতরা। রামলালা (Ram Idol) এই মূর্তিটির রামের বাল্যরূপের বহিঃপ্রকাশ। রামলালার এই বিগ্রহের নাম দেওয়া হয়েছে ‘বালক রাম’। শিল্পীর কল্পনায় বিগ্রহটিতে  ফুটে উঠেছে রামের পাঁচ বছর বয়সী  শিশু রূপ। পদ্মের উপর দাঁড়িয়ে রয়েছেন তিনি।

 

কেন রাখা হল এই নতুন নাম?
ভগবানের প্রাণপ্রতিষ্ঠা করেছেন যে পুরোহিত, তিনি বলেছেন, নতুন নামকরণের পিছনে একটি কারণ রয়েছে। অযোধ্যায়  অধিষ্ঠিত রামের এই বিগ্রহ দেখতে শিশুর মতো। তাঁর বয়স পাঁচ বছর বলেই কল্পনা করা হয়েছে। পাঁচ বছর বয়সী বালক হিসেবে চিত্রিত করতেই নতুন নামকরণ। রামলালা হিসেবে পরিচিতি হবেন না তিনি। পরিচিত হবেন বালক রাম হিসেবে। কারণ রামলালার (Ram Idol) শিশুমনের মহিমা বজায় রাখতেই তাঁর নামে সংযুক্ত হয়েছে বালক শব্দটি।

 

পুরোহিত বারণসীর বাসিন্দা। এখনও পর্যন্ত তিনি ৫০-৬০টি মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করেছেন। রাম মন্দিরের (Ayodhya Ram Mandir)রামলালার প্রাণ প্রতিষ্ঠা করে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি। বললেন, ‘এখনও পর্যন্ত যতগুলো প্রাণ প্রতিষ্ঠা করেছি তার মধ্য়ে ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠা আমার জীবনে অলৌকিক ও ঐশ্বরিক। প্রথমবার যখন আমি মূর্তিটি দেখি আমি তখন শিহরিত হয়। চোখ দিয়ে জল বেরিয়ে এসেছিল অজান্তেই। আমার তখন তা অনুভূতি হয়েছিল তা ভাষায় ব্যক্ত করার মতো নয়’।

 

কে নির্মাণ করেছেন রামলালার মূর্তি?
অযোধ্য়ায় রাম মন্দিরের (Ayodhya Ram Temple) গর্ভগৃহে রামের মূর্তি স্থাপনের জন্য বিগ্রহ বানানোর দায়িত্ব দেওয়া হয়েছিল তিন ভাস্করকে। বেঙ্গালুরুর গণেশ ভাট, কর্নাটকের অরুণ যোগীরাজ, এবং রাজস্থানের সত্যনারাণ পাণ্ডে তিনটি আলাদা আলাদা মূর্তি তৈরি করেছিলেন। তার মধ্য়ে অরুণ যোগীরাজের মূর্তিটি অন্য দুই মূর্তিটিকে পিছনে ফেলে রাম মন্দিরে গর্ভগৃহে প্রতিষ্ঠার জন্য ভোটাভুটিতে জিতে যায়। বাকি দুই মূর্তি মন্দিরের অন্যত্র স্থান পাবে বলে জানিয়েছে রাম মন্দির ট্রাস্ট। রামায়ণ, রামচরিতমানস এবং আলভান্ডার স্তোত্রমের মত গ্রন্থগুলির নিবিড় গবেষণা এবং অধ্যয়নের পরে বিগ্রহের জন্য অলঙ্কার প্রস্তুত করা হয়েছে। বেনারসি কাপড়ে সুসজ্জিত ‘বালক রাম’। হলুদ ধুতি এবং একটি লাল ‘অঙ্গবস্ত্রম’ সজ্জিত হয়েছেন রামলালা (Ram Idol)। অঙ্গভস্ত্রম খাঁটি সোনার জরি এবং সুতো দিয়ে সজ্জিত।

 

 

Exit mobile version