আজ, সরস্বতী পুজোর দিন, বুধবার আবু ধাবিতে সর্ববৃহৎ হিন্দু মন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে সাধারণ ভক্তদের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের দরজা। বোচাসনবাসী শ্রীঅক্ষরধাম পুরুষোত্তম স্বামী নায়ারণ সংস্থার এই হিন্দু মন্দির সংযুক্ত আরব আমিরশাহীর প্রথম এমন নিদর্শন। ভগবান স্বামী নারায়ণের উপসনা হবে এই মন্দিরে। তবে এর সঙ্গে অযোধ্যার রাম মন্দিরের বেশ কিছু মিল রয়েছে।

 

BAPS মন্দির পাথরের উপর কারুকার্যের মাধ্যমে তৈরি। এটি মুসলিম দেশের সর্ববৃহৎ মন্দির। ২৭ একর জমি দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরশাহী সরকার। তার মধ্যে ১৩ একর জমির উপর তৈরি হয়েছে ১০৮ ফুট উঁচু মন্দিরটি। বাকি অংশে রয়েছে পার্কিং সহ ভক্তদের সুবিধার্থে অন্যান্য প্রয়োজনীয় বন্দোবস্ত। ২০১৯ সালে এই মন্দিরের নির্মাণ শুরু হয়।

 

সংযুক্ত আরব আমিরশাহীতে আরও তিনটি হিন্দু মন্দির রয়েছে। সেগুলি রয়েছে দুবাইতে। BAPS হিন্দু মন্দির আবু ধাবিতে এই প্রথম। দুবাই-আবু ধাবি শেখ জায়েদ হাইওয়ের ধারে নির্মাণ করা হয়েছে মন্দিরটি। ৭০০ কোটি টাকা খরচে হিন্দু মন্দির গড়ে উঠেছে। ১৮ লাখ ইট ব্যবহার করা হয়েছে । এ ছাড়াও সাদা মার্বেল পাথর এবং গোলাপী বেলেপাথরে গোটা স্বামী নারায়ণ মন্দিরটি তৈরি করা হয়েছে। মন্দিরের অন্দরসজ্জায় হিন্দু দেব-দেবীদের অবয়ব নকশায় ফুটিয়ে তুলেছেন ভারতের কারিগরেরা। জয়পুর থেকে আনা গোলাপী পাথরের ওপর সেই নকশা তৈরি করেছেন তাঁরা। এই একই রকম পাথর  দিয়ে অযোধ্যার রাম মন্দির নির্মাণ করা হয়েছে। মন্দিরের প্রতিটি স্তম্ভে রয়েছে হনুমান, রাম, সীতা, গণেশের মূর্তি। মন্দিরের বাইরের অংশে সীতার সয়ম্বর, রামের বনবাস, কৃষ্ণলীলা কাহিনি ভাস্কর্যের মাধ্যমে ফুটে উঠেছে।
ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহীর সাংস্কৃতিক মেলবন্ধনের প্রতীক হিসেবে তৈরি করা হয়েছে মন্দিরের সাতটি চূড়া। ভূকম্পন এবং আবহাওয়ার গতিবিধি মাপার জন্য ৩০০ টির বেশি সেন্সর মেশিন বসানো হয়েছে মন্দিরের অন্দরে। এই মন্দিরের নির্মাণে কোনওরকম ধাতু ব্যবহার করা হয়নি। মন্দিরের জন্য ভারত থেকে নিয়ে যাওয়া হয়েছে গঙ্গা এবং যমুনার জল। বড় বড় কন্টেনারে ওই জল নিয়ে যাওয়া হয় আবু ধাবিতে। দিল্লির অক্ষরধামেরও ঝলক রয়েছে এই স্বামী নারায়ণ মন্দিরে।
Exit mobile version