সামনেই ২০২৪ সালের লোকসভা নির্বাচন। তার আগে সংসদে ১৭তম লোকসভার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর(Narendra Modi) বিদায়ী ভাষণে উঠে এল গত পাঁচ বছরে দেশ কতটা এগিয়েছে, সেই কথা। তাঁর কথায়, ‘‘এই সময়ে দেশ সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। আবার দেশ এই সময়ই ‘গেমচেঞ্জার’-এর ভূমিকা নিয়েছে।’’ তবে চলতি অধিবেশনের শেষ ভাষণেও বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, লোকসভা ভোট ঘোষণার আগে থেকেই ‘অনেকে ভীত’।

 

২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশে কী কী ঘটেছে, সেটাই শনিবার সংসদে তুলে ধরেছেন মোদী(Narendra Modi) । তিনি বলেন, ‘‘গত পাঁচ বছরে দেশ সবচেয়ে বড় সঙ্কটের মুখোমুখি হয়েছিল। করোনার মতো সঙ্কটকে কাটিয়ে দেশ এগিয়ে গিয়েছে। সঙ্কটের সময়ও দেশ থেমে থাকেনি। এই পাঁচ বছরে দেশকে এগিয়ে নিয়ে যেতে সংসদের ভূমিকা ছিল অপরিসীম।’’

নারী এবং যুব সম্প্রদায়ের কাছে এই পাঁচ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ছিল বলে মনে করেন প্রধানমন্ত্রী। শুধু তা-ই নয়, ৩৭০ ধারা অবলোপের মতো পদক্ষেপ করা হয়েছে এই সময়েই, যাকে এক ‘ঐতিহাসিক’ সিদ্ধান্ত বললেন মোদী(Narendra Modi)। তাঁর কথায়, ‘‘জম্মু ও কাশ্মীর এখন সামাজিক সম্মান পাচ্ছে। আতঙ্কের বিরুদ্ধে দৃঢ় আইন বানিয়েছি আমরা।’’ শনিবারের ভাষণের শুরুতেই তিনি বলেন, ‘‘গত পাঁচ বছরে দেশে অধিক মত্রায় সংস্কার হয়েছে, সেই অনুযায়ী কাজ হয়েছে এবং দেশ রূপান্তরের মধ্যে দিয়ে গিয়েছে।’’ তিনি বোঝাতে চেয়েছেন, পাঁচ বছরে ভারতের তিন মন্ত্রই ছিল— সংস্কার, কাজ এবং রূপান্তর।

Exit mobile version