গুরুতর অসুস্থ প্রিয়াঙ্কা গান্ধী(Priyanka Gandhi)। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। জানা গেছে, উত্তর প্রদেশের চণ্ডাউলিতে রাহুল গান্ধীর(Rahul Gandhi) ভারত জোড়ো ন্যায় যাত্রাতে তাঁর যোগ দেওয়ার কথা ছিল শুক্রবার কিন্তু, অসুস্থতার কারণে সেই কর্মসূচি বাতিল করা হয়েছে।

 

এক্স হ্যান্ডেলে নিজেই এই খবর জানিয়েছেন কংগ্রেস নেত্রী। তিনি লিখেছেন, ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা কখন উত্তর প্রদেশে পৌঁছবে তার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। তবে অসুস্থ হয়ে পড়ায় আমি হাসপাতালে ভর্তি হয়েছি। সুস্থ হয়ে উঠলেই আমি এই যাত্রায় যোগদান করব। ততক্ষণ পর্যন্ত ন্যায় যাত্রার সমস্ত যাত্রীদের আগাম শুভেচ্ছা। উত্তর প্রদেশে আমার কর্মী ভাই-বন্ধুরা ইতিমধ্যেই ভারত জোড়ো ন্যায় যাত্রার জন্য সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছেন।’

 

শুক্রবারই উত্তর প্রদেশে প্রবেশ করতে রাহুল গান্ধীর(Rahul Gandhi) ভারত জোড়ো ন্যায় যাত্রা। বারাণসী থেকে যাত্রা শুরু হওয়ার কথা। এরপর আগামী ১৯ ফেব্রুয়ারি সেটি পৌঁছবে আমেঠি। বাদোহি, প্রয়াগরাজ, প্রতাপগড়ের উপর দিয়ে এগোবে যাত্রা। আমেঠি লোকসভা আসনের অন্তর্গত গৌরীগঞ্জে ১৯ তারিখ একটি জনসভা করবেন রাহুল গান্ধী। ২০ তারিখ যাত্রা পৌঁছবে রায়বরেলি। তারপর সেটি যাবে লখনউতে। এখানে একরাত থাকবেন রাহুল।
উত্তর প্রদেশে একমাত্র রায়বরেলি আসনটি ধরে রাখতে পেরেছিল কংগ্রেস। এই আসন থেকে জয়ী সাংসদ ছিলেন সোনিয়া গান্ধী(Sonia Gandhi)। কিন্তু, এ বছর তিনি লোকসভা ছেড়ে রাজ্যসভায় যাচ্ছেন। নিরাপদ রায়বরেলি আসন ছেড়ে রাজস্থান থেকে উচ্চ কক্ষের জন্য তিনি মনোনয়ন জমা করেছেন ইতিমধ্যেই। শোনা যাচ্ছে, মায়ের রায়বরেলি আসন থেকেই লোকসভায় ডেবিউ করতে চান প্রিয়াঙ্কা গান্ধী(Priyanka Gandhi)। তবে কংগ্রেসের তরফে এখনও অফিসিয়াল কোনও ঘোষণা হয়নি।
সম্প্রতি সংসদের বাজেট অধিবেশন নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi) কটাক্ষ করে বলেছিলেন, ‘অনেকে নির্বাচন নিয়ে ভীত, টেনশনে আছেন। কেউ কেউ আসন বদলে ফেলছেন। আবার কেউ কেউ নিম্নকক্ষ ছেড়ে উচ্চকক্ষের জন্য মনোনয়ন জমা দেবেন ঠিক করেছেন।’ তাঁর ইঙ্গিত যে সোনিয়া গান্ধীর(Sonia Gandhi) দিকেই ছিল, সে কথা স্পষ্ট। রাজনৈতিক ব্যক্তিত্বদের একাংশের অনুমান, সেফ রায়বরেলি আসন এবার মেয়ের জন্য ছেড়ে দিতে চলেছেন সোনিয়া গান্ধী। প্রিয়াঙ্কার লোকসভায় ডেবিউ নিয়ে স্বামী রবার্ট ভঢরা আগেই বড় ইঙ্গিত দিয়েছেন। তাঁকে লোকসভায় দাঁড় করানো নিয়ে জোরাল সওয়াল করেছেন বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও(Mamata Bandyopadhyay)।
Exit mobile version