কলকাতা: চিন, আমেরিকা, ডেনমার্ক, নেদারল্যান্ড সহ একাধিক দেশের নয়া আতঙ্ক হোয়াইট লাং সিনড্রোম(White Lung Syndrome)। রোগীর ফুসফুস স্ক্যান করে যে চিত্র ফুটে উঠছে তা থেকেই এই নামকরণ। ৩ থেকে ৮ বছর বয়সীরাই বেশি আক্রান্ত হচ্ছে এই সিনড্রোমে(Syndrome)। বিশেষজ্ঞদের ধারণা, mycoplasma pneumoniae নামক ব্যাকটেরিয়াল সংক্রমণ এই রোগের প্রধান কারণ। আশঙ্কা, বহু অ্যান্টিবায়োটিকেই এই সিনড্রোম নিরাময় হচ্ছে না, ফলে চিকিৎসকদের উদ্বেগ বাড়ছে।

 

ডেনমার্কের মহামারী পরিস্থিতি বর্তমানে ভয়ানক। হোয়াইট লাং সিনড্রোম(White Lung Syndrome) সেখানে মহামারীর (Pandemic) আকার ধারণা করেছে। স্থানীয় স্বাস্থ্য প্রশাসনের বক্তব্য অনুযায়ী , করোনার আদি পর্বের সঙ্গে এই সংক্রমণের মিল রয়েছে। নেদারল্যান্ড ও সুইডেনে আক্রান্ত শিশুর সংখ্যা ক্রমশ বাড়ছে। শুধু ডেনমার্ক, নেদারল্যান্ড ও সুইডেন নয়, আমেরিকার  ওয়াহো প্রদেশেও বাড়ছে হোয়াইট লাং সিনড্রোমে(White Lung Syndrome) আক্রান্তর সংখ্যা। প্রশাসনের দাবি, অনেককে হাসপাতালেও ভর্তি করতে হচ্ছে। মার্কিন ‘সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ জানাচ্ছে তারা নিয়মিত চিনের সঙ্গে যোগাযোগ রাখছে। তবে এই প্যাথোজেন অচেনা নয়।

 

উপসর্গ

এই সিনড্রোমের প্রধান লক্ষণ জ্বর, সর্দি, কাশি, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, ক্লান্তি। চিকিৎসকদের মতে,  সর্দি, কাশি, হাঁচি, শ্বাস প্রশ্বাস, কথা এবং গানের মাধ্যমে যে ড্রপলেট বেরোয় তা থেকেও ছড়াতে পারে এই রোগ। হোয়াইট লাং সিনড্রোম (White Lung Syndrome) নিউমোনিয়ার (Pneumonia) গুরুতর রূপ। এর ফলে ফুসফুসে যে স্কারিং তৈরি হয় তাতেই ফুসফুস ফ্যাকাসে হতে থাকে।

 

China Pneumonia থেকে কতটা আলাদা

চিকিৎসদের মতে, হোয়াইট লাং সিনড্রোমের (White Lung Syndrome)  নেপথ্যে লুকিয়ে একাধিক কারণ। সিলিকোসিস, ARDS, PAM এই কারণগুলোর অন্যতম। ‘সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ র পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এই মুহুর্তে আমরা যে খবর পাচ্ছি , তাতে চিনের উত্তরাংশে শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ছে। মূলত শিশুদের মধ্যে এই রোগের বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে’। তবে মার্কিন সিডিসি এর মতে এটি নতুন কোনও প্যাথোজেন নয়, আগে থেকেই ছিল শুধু প্রকোপ বেড়েছে।

 

 

Exit mobile version