এবার রাজ্যের সরকারি কর্মীদের উদ্দেশে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandyopadhyay)। কাজে ফাঁকি দেওয়া যাবে না। কোনওভাবে ডিউটিতে গাফিলতি নজরে এলে পদক্ষেপ গ্রহণ করবেন ‘রাফ অ্যান্ড টাফ’ মুখ্যমন্ত্রী । জনসংযোগ কর্মসূচি শুরুর আগে তিনি বিভিন্ন জেলার জেলাশাসক এবং সমস্ত দফতরে প্রধান সচিবদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকেই কড়া বার্তা দেন তিনি। সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার বিষয়টিকে প্রাধান্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandyopadhyay)বলেছেন, প্রয়োজনে শনি-রবিও অফিস করতে হবে। সূত্রের খবর, সররকারি কর্মীরা ঠিকমতো কাজ না করলে বরখাস্ত করার মতো কঠোর পদক্ষেপ নিতেও যে তিনি পিছপা হবেন না, তা ঠারে ঠোরে বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার যাতে কোনও সরকারি কর্মী সময়ের আগে বাড়ির পথে হাঁটা না দেন বা যখন তখন ছুটি  না নেন, সেই দিকে নজর দেওয়ার কথা বলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

এদিনের বৈঠকে ভূমি ও ভূমি সংস্কার ও অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের নীচু তলার কর্মীদের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandyopadhyay) বরাবর গ্রাউন্ড জিরোতে থেকে কাজ করেছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরই তিনি বিভিন্ন সময় একাধিক দফতরে সারপ্রাইজ ভিজিট করেছেন। গিয়েছেন নবান্নেও। সেই সময় কেউ চেয়ারে না থাকলে সদুত্তরও জানতে চেয়েছেন। বিভিন্ন প্রশাসনিক দফতরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Bandyopadhyay)  বার্তা দিয়েছেন কোনওভাবেই যাতে কাজে গাফিলতি না হয়। সাধারণ মানুষকে যাতে ফিরে যেতে না হয়। রাজ্য সরকারি কর্মীদের তিনি নিজের পরিবার বলে জানিয়েছিলেন। তাঁদের জন্য ছুটি সহ অন্যান্য যাবতীয় সুযোগ সুবিধার বিষয়টি নিশ্চিত করেছে সরকার, এমনটাই স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর। কিন্তু, কোনওভাবে যাতে সাধারণ মানুষের পরিষেবার ক্ষেত্রে কোনও খামতি না থাকে তা নিশ্চিত করার জন্যই তাঁর এই বার্তা বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Exit mobile version