লোকসভা এবং বিধানসভা ভোটে মহিলা ভোটের  দিকে বিশেষ নজর থাকে তৃণমূল নেত্রীর। সংসদ থেকে রাজ্যের বিধানসভা সব জায়গাতেই মহিলা মুখ পাঠাতে স্বচ্ছন্দ তিনি। এবার লোকসভা নির্বাচনেও তার অন্যথা হল না। লোকসভা নির্বাচনের ৪২টি আসনের মধ্যে ১২ জন মহিলা প্রার্থী।

 

যদিও প্রার্থী সংখ্যার পরিসংখ্যান দেখলে বোঝা যায় এবার মহিলা প্রার্থীর সংখ্যা কিছুটা কম। গত লোকসভা নির্বাচনে ১৭ জন মহিলা প্রার্থীকে নির্বাচন করেছিল তৃণমূল কংগ্রেস। এবারে সেই সংখ্যা কমলেও এসেছে নতুন চমক। বরাবরই অভিনয় জগত থেকে মুখ খুঁজে আনা হয়। এবারও তার অন্যথা হল না। শেষ মুহুর্তে তালিকায় আনা হল নতন চমক। প্রার্থী হলেন বাংলার DiDi No1 রচনা বন্দ্যোপাধ্যায়।

এবার তৃণমূল কংগ্রেসের মহিলা প্রার্থী দক্ষিণ কলকাতা থেকে মালা রায়, বারাসাত থেকে কাকলি ঘোষ দস্তিদার, যাদবপুর থেকে সায়নী ঘোষ, জয়নগর থেকে প্রতিমা মণ্ডল, কৃষ্ণনগর থেকে মহুয়া মৈত্র, মেদিনীপুরের প্রার্থী জুন মালিয়া, উলুবেড়িয়ায় সাজদা আহমেদ, বীরভূম থেকে ফের প্রার্থী হলেন শতাব্দী রায়, বর্ধমান পূর্ব থেকে শর্মিলা সাহা, বিষ্ণুপুর আসন থেকে সুজাতা মণ্ডল, আরামবাগ থেকে এবার নতুন প্রার্থী মিতালি বাগ, হুগলী থেকে নতুন প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।

 

বাদ পড়লেন কারা?

বাদ পড়েছেন বেশ কিছু পুরনো মহিলা প্রার্থী। বাদ পড়েছেন যাদবপুর থেকে মিমি চক্রবর্তী, বসিরহাট থেকে নুসরত জাহান, আরামবাগ থেকে অপরূপা পোদ্দার, বর্ধমান দুর্গাপুর থেকে মমতাজ সংঘমিত্রা,  মালদা থেকে মৌসম নুর, রানাঘাট থেকে রূপালি বিশ্বাস, আসানসোলে মুনমুন সেন। এই সমস্ত কেন্দ্রগুলির মধ্যে যদিও বর্ধমান দুর্গাপুর, রানাঘাট , আসানসোলের প্রার্থীরা পরাজিত ছিলেন।

 

তবে বেশ কিছু আসনের ক্ষেত্রে স্থানীয় নেতা নেত্রীদের ওপরই ভরসা রেখেছেন তৃণমূল কংগ্রেস। সেখানে অহেতুক তারকা প্রার্থীদের ভিড় নেই। যদিও, রাজ্যের একাধিক প্রকল্প থেকে শুরু করে সামাজিক কর্মকাণ্ডে বরাবরই মহিলাদের প্রাধান্য দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিধানসভা থেকে একাধিক বিধায়িকাকেও প্রার্থী করেছেন তিনি।

 

আরও পড়ুন: Travel In Purulia: ‘নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল’, বসন্ত উপভোগ করুন এই জায়গায়

 

 

Exit mobile version