কলকাতা:  রাজ্যের পুর নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর ইডি(ED)। শুক্রবার সকালে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতে যান ইডি (ED)। জানা গিয়েছে, সকাল ৭টায় তাঁর লেকটাউনের বাড়িতে যান তদন্তকারীরা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘেরা রয়েছে গোটা বাড়ি। তাঁর বাড়ির নীচে অবস্থান করছে পুলিশও। শুধু সুজিত বসু নয়, পুর নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল তাপস রায় এবং উত্তর দমদম পুরসভার কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতেও যান তদন্তকারীরা। তাপস রায়ের বউবাজারের বাড়িতে গিয়েছে ইডি (ED)।

পাশাপাশি, এদিন সকালে উত্তর দমদম পুরসভার খলিসাকোটা এলাকা এলাকায় ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতে ইডির তল্লাশি শুরু হয়। গোটা বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়। এর আগে উত্তর দমদম পুরসভায় ইডি অভিযান চালিয়েছিল। এরপর এদিন প্রাক্তন পুরপ্রধান তথা ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বিরাটি খলিসাকোটা পল্লীর বাড়িতে তল্লাশি শুরু করে ED।

 

এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই এজেন্সি রাজনীতি নিয়ে সরব হয়েছেন। তাঁদের দাবি ছিল, লোকসভা নির্বাচনের আগে রাজ্য শাসক দলের নেতাদের এজেন্সি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। নেপথ্যে রয়েছে বিজেপি সরকার। যদিও এই যাবতীয় দাবি অস্বীকার করেছিলেন বিজেপি নেতারা। ইডি (ED) তার কাজ করছে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই জারি থাকবে বলে দাবি করা হয়েছিল গেরুয়া শিবিরের পক্ষ থেকে।

Exit mobile version