দার্জিলিঙকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পাঁচ বছরের ঊর্দ্ধে প্রত্যেক পর্যটকের মাথা পিছু কর ধার্য করা হবে এমন সিদ্ধান্ত নেয় পুরসভা। এরপর থেকেই ক্ষোভের মুখে পড়েন তারা। আচমকা এই সিদ্ধান্তে ক্ষুব্ধ বিরোধী থেকে পর্যটন এবং হোটেল ব্যবসায়ী। ক্ষোভের মুখে সিদ্ধান্ত বদল করে পুরসভা। এখই কর ব্যবস্থা চালু হচ্ছে না, পুরো বিষয়টাই পরিকল্পনা স্তরে। রিভিউ মিটিংয়ের পর তা চড়ান্ত হবে।

 

এদিকে কর ধার্য করা হলেই আন্দোলনে নামা হবে বলে জানায় বিরোধীরা । ব্যবসায়ীদের একাংশের দাবি, পুরসভাকে ১৫০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত কনজার্ভেন্সি ফি দেয় প্রত্যেক হোটেল। সেক্ষেত্রে পর্যটকদের কাছ থেকে কেন তা এখনও স্পষ্ট নয়। তবে অনেকেরই আশঙ্কা কর আদায়ের পরিকল্পনাটি শৈলশহরে পর্যটন শিল্পের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে ।

 

টাইগার হিলও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য টাকা নেয় বনদফতর ও পুরসভা। লেপচা জগতেও ছবি তুলতে গেলেে টাকা দিতে হয়।এটি কর নয়, ফি বলেই দাবি দার্জিলিঙ পুরসভার। শহর পরিচ্ছন্ন রাখতে ২০ টাকা করে ধার্য করা হয়েছে। এই করের প্রচলন আগেও ছিল। ২০১৫ সালের পর এই কর নেওয়া এতদিন বন্ধ ছিল। সেই কর ব্যবস্থা পুনরায় শুরু করার ভাবনা পুরসভার। তাদের মতে যে কোনও পর্যটন কেন্দ্রে এই কর ব্যবস্থা থাকতে পারে। মিটিং রিভিউয়ের পর কী সিদ্ধান্ত হয় সেদিকেই নজর ব্যবসায়ী থেকে পযর্টকদের।

Exit mobile version