কলকাতা: আগামী ২৪ ডিসেম্বর অভাবনীয় এক অনুষ্ঠানের সাক্ষী থাকতে চলেছে কলকাতা। ব্রিগেড ময়দানে ‘লাখ কণ্ঠে গীতাপাঠ’ কর্মসূচিতে থাকছে একের পর এক চমক। শুধুমাত্র লাখ মানুষের কণ্ঠে গীতা পাঠই নয়, আরও একাধিক কর্মসূচির আয়োজন হচ্ছে এই অনুষ্ঠানে।

 

মূলত, এক লাখ মানুষের কণ্ঠে গীতাপাঠ কর্মসূচির কথা মাথায় রেখেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বড়দিনের প্রাক্কালে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। যে কর্মসূচিগুলো নেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম হল অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে নজরুল গীতি পরিবেশন। ‘হে পার্থসারথি! বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ’ গানটি দিয়ে শুভারম্ভ হবে এই অনুষ্ঠানের। ৬০ হাজার জন এই গান  গাইবেন।

এছাড়াও সেদিনের অনুষ্ঠানে উপস্থিত প্রায় ৭০ হাজার মহিলা একসঙ্গে শঙ্খ ধ্বনি দেবেন বলে জানা গিয়েছে। যা একটি রেকর্ড গড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি দেড় হাজার সাধু  এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। তাঁরা শান্তি স্তোত্র পাঠ করবেন। পাশাপাশি, গীতার প্রথম, দ্বিতীয়, দ্বাদশ, পঞ্চদশ ও অষ্টাদশ অধ্যায়ের সমবেত পাঠ তো রয়েছেই।

 

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandyopadhyay)। এছাড়াও নিমন্ত্রিতদের তালিকায় আছেন রাজ্যের একাধিক সাংসদ, বিধায়ক এবং মন্ত্রীরা ।

কী রকম আয়োজন হচ্ছে?

পোশাক বিধির ওপরেও বিশেষ নজর দেওয়া হয়েছে। পুরুষরা সাদা ধুতি এবং পাঞ্জাবি পরবেন। মহিলারা লাল পাড় সাদা সাড়ি পরবেন। যাঁরা এই অনুষ্ঠানগুলোতে অংশ নেবেন তাঁরা ব্রিগেডের প্রথম সারিতে উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই এই সমবেত সঙ্গীত, শঙ্খধ্বনি দেওয়ার মহড়া শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়। গোটা রাজ্য থেকে অংশগ্রহণকারীরা এই অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন। জানা গিয়েছে, বিদেশ থেকেও প্রতিনিধিরা আসছেন এই অনুষ্ঠান দেখতে।

 

অনুষ্ঠানে পর্যাপ্ত পরিমাণে মানুষ যাতে উপস্থিত থাকে, তার নির্দেশিকা পাঠানো হয়েছে উদ্যোক্তাদের তরফে। রাজ্যের সমস্ত সংঘ পরিবারের সদস্যের কাছে নির্দেশ গিয়েছে জমায়েতের জন্য। উল্লেখ্য, সনাতন সংস্কৃতি পরিষদ সংগঠনের তরফে বিগ্রেড এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। মোট ৩৬০০ হিন্দুত্ববাদী সংগঠন এই কর্মসূচিতে যোগ দেবেন বলে ইতিমধ্যেই জানা গেছে।

Exit mobile version