উৎসব প্রায় শেষ লগ্নে। উৎসবের সিরিজ শেষ হতেই দেখা দিচ্ছে বৃষ্টির ভ্রূকুটি। বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে  নিম্নচাপ, যার জেরে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজ থেকেই রাজ্যের উপকূলবর্তী জায়গাগুলোতে বৃষ্টির সম্ভবনা রয়েছে। বৃহস্পতিবার তা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে।এরই মধ্যে আশঙ্কা বাড়াচ্ছে সাইক্লোন মিধিলি। তবে তার গতিপ্রকৃতি এখনও স্পষ্ট নয়।

 

বুধবার হাল্কা বৃষ্টিপাতের সম্ভবনা আছে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুরের  জেলাগুলোতে। বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জেলায় বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুরের  জেলাগুলোতে। হাল্কা বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগণা, হুগলি, পূর্ব বর্ধমান ও নদীয়া। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে কলকাতার। রাতের তাপমাত্রা বাড়বে। মেঘলা আকাশ। বৃহস্পতি , শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার উপকূলের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে।

 

মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। দুপুরের দিকে তাপমাত্রা কমতে পারে। আগামী ২৪ ঘণ্টায় উত্তুরে হাওয়া প্রভাব বিস্তার করবে। শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছ। শনিবার অবধি এই পরিস্থিতি বজায় থাকবে। রবিবার থেকে তাপমাত্রা কমবে আশা করা যায়।

 

এই মুহুর্তে উত্তরবঙ্গে বৃষ্টির কোনও সম্ভবনা নেই। পারদ নামবে ফলে বাড়বে ঠাণ্ডার দাপট।

 

 

Exit mobile version