mamata-banerjee

বৃহস্পতিবার পার্ক স্ট্রিটে ‘ক্রিসমাস কার্নিভ্যাল’ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bandyopadhyay)। বড়দিন উদযাপনের মঞ্চ থেকে সরকারি কর্মীদের জন্য নিউ ইয়ার গিফট ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্যের সরকারি কর্মীদের সুখবর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে ফের একবার ডিএ সংক্রান্ত (DA hike) ঘোষণা করলেন মমতা।

 

বড়দিন উদযাপনের মঞ্চ থেকে রাজ্যের সরকারি কর্মীদের নববর্ষ উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bandyopadhyay)। এদিন উদ্বোধনী অনুষ্ঠানের সভায় বক্তব্য রাখতে গিয়ে সরকারি কর্মীদের জন্য আরও ৪ শতাংশ ডিএ ঘোষণা করেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ‘বড়দিনের এই শুভ সময়ে আমি আরও ৪ শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণ করছি। ১ জানুয়ারি থেকে সরকারি কর্মীরা বর্ধিত হারে ডিএ পাবেন। এখন থেকে রাজ্যে ১৪ লাখ সরকারি কর্মী, সরকারিও অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-অশিক্ষক কর্মী, সরকার নিয়ন্ত্রণাধীন সংস্থার কর্মীরা এই বর্ধিত ডিএ পাবেন। পেনশনভোগীরাও ডিএ-র সুবিধা পাবেন।’

 

কেন্দ্রকে কটাক্ষ মমতার

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে রাজ্যের বিভিন্ন বকেয়া সম্বন্ধীয় বিষয় নিয়ে আলোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandyopadhyay)। এদিন ডিএ ঘোষণার পর ফের একবার তাঁর মুখে শোনা যায় কেন্দ্রীয় বঞ্চনার সুর। তিনি বলেন, ‘এই অতিরিক্ত ডিএ দেওয়ার জন্য আমাদের ২৪০০ কোটি টাকা লাগবে। আমরা অনেক প্রাপ্য টাকাই পাই না। এই নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিংও করে এসেছি। ১ লাখ ১৫ হাজার কোটি টাকা আমাদের প্রাপ্য রয়েছে। তা সত্ত্বে যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করছি। ২০১৯ থেকে এই অবধি মোট ১০ শতাংশ ডিএ বাড়ল। আগে সেটা ১২৫ ছিল সেটা বেড়ে ১৩৫ শতাংশ হল। এই কারণে একটু মিষ্টিমুখ ও মিষ্টি হাসি হতেই পারে।

Exit mobile version