রাজ্যের সমস্ত বিধায়ক, পদাধিকারীদের নিয়ে শুক্রবার বৈঠকে বসেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Bandyopadhyay)। সেখানেই আগামী লোকসভা নির্বাচনের রূপরেখা সম্বন্ধে বললেন তিনি। তৃণমূলের পদাধিকারী কী টাস্ক হবে সেটাও জানিয়ে দেন অভিষেক। পাশাপাশি, তার এও দাবি আগামী মার্চ মাসের মধ্যে লোকসভা নির্বাচনের ঘোষণা হবে। সেইভাবেই সকলকে প্রস্তুতি থাকতে বললেন ভার্চুয়াল বৈঠকে।

 

সন্দেশখালি নিয়ে রাজ্যের শাসক দলকে ত্রিমুখী আক্রমণে নেমেছে বিজেপি, কংগ্রেস ও সিপিএম। সেই বিষয় নিয়ে দলীয় মিটিংয়ে এদিন অভিষেক বলেন, ‘সন্দেশখালি নিয়ে এত মাতামাতি। আর চোপড়ায় বিএসএফের কারণে চারটে ফুটফুটে বাচ্চা মারা গেল। অবৈধ ড্রেন করছিল বিএসএফ। দেখেছেন চোপড়ায় বিজেপি, সিপিএম, কংগ্রেস প্রতিনিধিদল গেছে। রাজ্যপালের কাছে বিজেপি গেলে, ২৪ ঘণ্টায় যান সন্দেশখালি। আর এখানে তিনি যান না।’

 

সন্দেশ খালি নিয়ে প্রতিবাদ জানাতে দিয়ে গত বুধবার টাকিতে আহত হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুলিশি হেনস্থার অভিযোগ আনা হয় বিজেপির তরফে। এর পালটা এদিন অভিষেক বলেন, ‘বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পা পিছলে পড়ে গেলেন। তার জন্য সংসদের স্বাধিকার রক্ষা কমিটি ডেকে পাঠাচ্ছেন আধিকারিকদের। আর আমাকে, মহুয়া, শান্তনু সেন, বীরবাহাকে যখন মারা হল তখন স্বাধিকার রক্ষা কমিটি কোথায় ছিল?’ একদিকে, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা এবং আরেকদিকে, রাজ্য সরকার উন্নয়নের কথা মাথায় রেখে সর্বমুখী প্রচারে নামতে হবে দলকে। সেই কথাই এদিন স্পষ্ট করে দেন তিনি।

 

 

Exit mobile version