কলকাতা: ছোটবেলায় তিনি রিওয়াজ করতেই চান না অথচ আজ শাস্ত্রীয় সঙ্গীতের তিনি উজ্জ্বলতম নক্ষত্র। সেতারের সুরে তার কণ্ঠ পৌঁছেছে সাত সমুদ্র তেরো নদীর পার। সরস্বতীর আশীর্বাদ ধন্য  রশিদ খান (Ustad Rashid Khan) তাঁর সুরেলা সফর শেষ করলেন মাত্র ৫৫ বছর বয়সে। শোকস্তব্ধ সঙ্গীতমহল। বিষণ্ণ বাংলা।

 

পিয়ারলেস হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার পর, সারা রাত বাড়িতেই রাখা হয়েছিল শিল্পীর মৃতদেহ। সকাল ৯টায় রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই শেষ শ্রদ্ধা জানানোর জন্য শায়িত রাখা হয়েছে মরদেহ। দুপুর একটা নাগাদ রবীন্দ্র সদন (Rabindra Sadan) চত্বরেই রাষ্ট্রীয় মর্যাদায় গানস্যালুট দেওয়া হবে প্রয়াত শিল্পীকে। তারপর দেহ আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হবে নাকতলার বাড়িতে। শোনা যাচ্ছে উত্তরপ্রদেশেই সমাধিস্থ করা হবে সুরের উস্তাদকে।

Exit mobile version