কলকাতা: চির নিদ্রায় সুরের উস্তাদ রাশিদ খান। মাত্র ৫৫ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। শাস্ত্রীয় সঙ্গীতের সাম্রাজ্যে দীর্ঘ কয়েক দশক রাজার মতই রাজত্ব করেছেন । বছর দু’য়েক আগে ক্যানসারের সঙ্গে লড়াই শুরু তাঁর। তারপর থেকেই চিকিৎসকেরা নানাভাবে চেষ্টা করেন। তাও শেষরক্ষা হল না। ২০২৩ সালের ২১ নভেম্বর হঠাৎই ব্রেন স্ট্রোক। শুরু হয় মস্তিষ্কে রক্তক্ষরণ। বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় শিল্পীকে। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জটিলতা। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে অবশেষে ৯ জানুয়ারি দুপুর ৩.৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাশিদ খান (Ustad Rashid Khan)। বুধবার তাঁর মরদেহ রবীন্দ্রসদনে নিয়ে আসা হয়। সেখানে উপস্থিত ছিলেন অগণিত ভক্ত, শ্রোতা।

 

তিন সন্তানকে নিয়ে রাশিদ খানের (Ustad Rashid Khan) পারিবারিক জীবনও ছিল খুব সুখের। যখন শেষশ্রদ্ধা জানাতে গুণীজন থেকে ভক্তেরা ছুটে আসছেন গোটা পরিবারের পাশে তখন একটি ছবি মুহূর্তে নজর কাড়ল সকলের। বাবার গালে হাত দিয়ে একদৃষ্টিতে চেয়ে কন্যা। কত কথা বাকি থেকে গেল বাবার আদুরে কন্যার। কপালে ভালোবাসার চুম্বন এঁকে বিদায় জানানোর মুহূর্তে চোখে জল এসেছে সকলের। বাবা-মেয়ের সম্পর্ক, সমস্ত ভালোবাসার ঊর্ধে। তাই বাবা চলে যাওয়ার আগে কন্যা সুহা ,শাওনা এবং পুত্র আরমানের জীবনের এই মুহূর্তটি একান্তই কাছের। রবীন্দ্রসদনে গান স্যালুটের মাধ্যমে সম্মান জানিয়ে উত্তরপ্রদেশে তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় রাশিদ খানের দেহ। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রাশিদ খানের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। তবু সুরের মাধ্যমেই আজীবন সকলের হৃদয়ে থেকে যাবেন প্রিয় শিল্পী।

 

 

 

Exit mobile version