সপ্তাহে কর্ম দিবসের তাড়াহুড়োর মধ্যে অনেকেই ছোটেন ব্যাঙ্কে। মাঝে মাঝে ব্যাঙ্কের লিঙ্ক ফেল, লম্বা লাইন এসব ঝামেলার কারণে এমনিতেই গ্রাহকরা অধৈর্য হয়ে যান। ভাবুন তো কাজের সময়ে যদি গ্রাহকদের সঙ্গে ব্যাঙ্কে চলে আসে ষাঁড় তাহলে কেমন হবে? আজ্ঞে হ্যাঁ এমন ঘটনাই ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাওয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-র শাখায় ।

 

ব্যাঙ্কে লাইনে দাঁড়িয়ে রয়েছেন গ্রাহকেরা। আচমকা দরজায় ধাক্কা দিয়ে ঢুকে এল বিশাল এক ষাঁড়। তার পর ইতিউতি ঘুরে বেড়াল ব্যাঙ্কের ভিতরে। দেখে আতঙ্কিত লোকজন। সে অবশ্য এ সবে পাত্তা দিল না। সমাজমাধ্যমে সেই ভিডিয়ো দেখে কেউ বললেন, “নোটবাতিলের ফলে বাতিল হওয়া নোট বদলাতে এসেছে ষাঁড়টি।” ভিডিয়োয় দেখা গিয়েছে, দরজা দিয়ে এসবিআই-এর শাখায় প্রবেশ করে সেই ষাঁড়। কিছু ক্ষণ দাঁড়িয়ে থাকে এক কোণে। এর পর ধীরে ধীরে এগোতে থাকে কাউন্টারের দিকে। তাকে দেখে গ্রাহকেরা একটু ভয় পেয়ে যান। কয়েক জন ছোটাছুটিও করেন। এর পর নিরাপত্তারক্ষী ষাঁড়টিকে লাঠি দিয়ে তাড়ায়। শেষ পর্যন্ত কী হয়েছিল, তা আর ভিডিয়োতে নেই। তবে ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি।

Exit mobile version