কলকাতা: হঠাৎ গরম, পরক্ষণেই গা শিরশিরে ভাব। বসন্তর সাথী যেন বৃষ্টি। মাঝে মাঝেই আকাশের মুখ ভার। বসন্তর প্রকৃতিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস।বজ্রবিদ্যুৎসহ  শিলাবৃষ্টি ও তুষারপাতের সম্ভবনা অরুণাচল প্রদেশে। বৃষ্টি ও তুষারপাত হতে পারে সিকিমেও। আসাম, মেঘালয় সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। তুষারপাত সহ বৃষ্টির সম্ভাবনা উত্তর-পশ্চিম অঞ্চলের পার্বত্য এলাকায়।

 

বৃহস্পতিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া কয়েকটি জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বইবে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতাতেও বৃষ্টি হবে। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে অস্বস্তি। তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা যা শনিবার ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। আসামের ওপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভবনা দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার বিভিন্ন অংশে,৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। মালদহ, দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস ছয় জেলায়।

দক্ষিণবঙ্গে আজ আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে কয়েকটি জেলায় শিলাবৃষ্টি ও দমকা হওয়ার আশঙ্কা রয়েছে । রবিবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। শনিবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে। কলকাতায় দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসএর ওপরে থাকবে। বুধবার ৩২ ডিগ্রি সেলসিয়াস এর ওপরে উঠেছে দিনের তাপমাত্রা। শুক্রবার কিছুটা নামতে পারে দিন ও রাতের তাপমাত্রা।

 

শুক্রবার থেকে রবিবার। বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলোয়। বাকি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। মূলত পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা তে বেশি বৃষ্টির সম্ভাবনা। শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৩৯ থেকে ৮৯ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৩ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়েছে সামান্য। ওড়িশা উপকূল-সহ কেরল ও দক্ষিণ ভারতের কিছু অংশে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে বৃষ্টির পূর্বাভাস। ২৪শে ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির আশঙ্কা।

আরও পড়ুন: Kolkata Metro: পরপর দুদিন বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা, নাকাল নিত্য যাত্রীরা

Exit mobile version