অযোধ্যা: অযোধ্যার রাম মন্দিরে(Ayodhya Ram Temple) রাজসূয় যজ্ঞ। মহা ধূমধাম করে রাম মন্দিরের (Ayodhya Ram Temple)গর্ভগৃহের আসনে উপবিষ্ট হলেন রামলালা। গর্ভগৃহের আসনে ভগবান রামকে অধিষ্ঠিত করার আগে প্রায় চার ঘণ্টা ধরে চলল আচার-অনুষ্ঠান, পুজো। সব শেষে বৃহস্পতিবার বিকেলে গর্ভগৃহের আসনে উপবিষ্ট হলেন রামলালা। সুষ্ঠ ভাবে সম্পন্ন হল আচার-বিধি পালনের একাধিক অনুষ্ঠান।

 

আগামী ২২ জানুয়ারি রামলালার (Ram idol)প্রাণ প্রতিষ্ঠা করা হবে। ওই দিন মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। চার ঘণ্টারও বেশি সময় লেগেছে রামের এই মূর্তিটি গর্ভগৃহের আসনে বসাতে। প্রথমত রামের এই মূর্তিটির (Ram Idol) ওজন প্রায় ২০০ কেজি। দ্বিতীয়ত রামের এই মূর্তিটি আসনে বসানোর আগে বহুক্ষণ ধরে পুজো ও হোমযজ্ঞ চলে। উপস্থিত ছিলেন ভাস্কর যোগীরাজসহ আরও অনেক সাধু। তবে এখনও রামলালার এই বিগ্রহের আবরণ উন্মোচন হয়নি। সম্পূর্ণ ঢাকা অবস্থাতেই মূর্তিটি গর্ভগৃহের আসনে স্থাপন করা হয়েছে। প্রায় ২০০ কেজি ওজনের কালো রঙের মূর্তিটিকে একটি ক্রেনের মাধ্যমে ট্রাক থেকে নামানো হয় বৃহস্পতিবার ভোর রাতে। মূর্তি রক্ষায় মোতায়েন রয়েছেন এটিএস কমান্ডো। পাশাপাশি ২০০ জন পিএসি কর্মীও মোতায়েন করা হয়েছে। ‘প্রাণপ্রতিষ্ঠায়’ অরুণ যোগীরাজের তৈরি রাম লালার মূর্তি স্থাপন করা হবে মন্দিরের গর্ভগৃহে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র জানিয়েছে, মহীশূরের ভাস্কর অরুণ যোগীরাজের তৈরি রাম লালার মূর্তিটি অযোধ্যার ঐতিহাসিক মন্দিরে স্থাপনের জন্য নির্বাচন করা হয়েছে। ট্রাস্টের মোট ১৫ জন সদস্যের মধ্যে ১১ জন মূর্তিটিকে যোগীরাজের তৈরি মূর্তিটিকে বেছে নিয়েছেন।

 

বুধবার সন্ধ্যায় ২০০ কেজি ওজনের রামলালার নতুন মূর্তি নিয়ে মন্দির চত্বর পরিক্রমার কথা ছিল। তবে বেশি ওজনের কারণে পরিবর্তন হয় সিদ্ধান্ত। সেই মূর্তির বদলে ১০ কেজি ওজনের রুপোর মূর্তি নিয়ে মন্দির পরিক্রমা শেষ করা হয়। সেটি প্রবেশ করানো হয় মন্দিরে। শ্রী রাম জন্মভূ্মি তীর্থ ক্ষেত্রের ট্রাস্টের সদস্য ও পুরোহিত অনিল মিশ্রর উপস্থিতিতে বিশেষ পুজো সম্পন্ন হয়। সকালে গর্ভগৃহের প্রবেশ দ্বারের সামনে রাখা হয় রামলালার বিশালাকার মূর্তিটি। বিকেলে পুজো-অর্চনার পর গর্ভগৃহের আসনে বসানো হয় বিগ্রহটিকে। এদিকে, প্রাণ প্রতিষ্ঠা অনুসারে প্রধান যজমানের ভূমিকায় থাকবেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। ১১ দিনের ‘যম নিয়ম’ পালন করছেন তিনি। শাস্ত্রে নির্দেশিত সমস্ত নিয়ম ও তপস্যা পালন করছেন তিনি। মাটিতে ঘুমোচ্ছেন। একবেলা আহার গ্রহণ করছেন।

Exit mobile version