১লা মে ভারত ব্যাপী রেল ধর্মঘটের ডাক। ধর্মঘটের ডাক দিয়েছে রেলওয়ে কর্মচারী ও বেশ কিছু শ্রমিক সংগঠন।

 

কীসের দাবিতে ধর্মঘট?
সংগঠনগুলির যৌথ মঞ্চ, ‘জয়েন্ট ফোরাম ফর রেস্টোরেশন অব ওল্ড পেনশন স্কিম’ পক্ষ থেকে  জানানো হয়েছে, পুরনো পেনশন স্কিমের বাস্তবায়ন চান তারা। দাবি পূরণ না হলে ১ মে থেকে রেল পরিষেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তারা। নয়া পেনশন প্রকল্প নিয়ে অসন্তুষ্ট রেলের একাধিক কর্মী সংগঠন। অল ইন্ডিয়া রেলওয়ে মেনস ফেডারেশন-এর তরফে বলা হয়েছে,  বেশি ভরসাযোগ্য পুরনো স্কিম। তাই নয়া পেনশন স্কিম তুলে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবি তাদের।

 

অল ইন্ডিয়া রেলওয়ে মেনস ফেডারেশন-এর দাবি অনুযায়ী , একাধিকবার এই নিয়ে দাবি করা হলেও সরকার এতদিনেও কোনও পদক্ষেপ নেয়নিনি। তাই এবার সংগঠনের সদস্যরা আন্দোলনের পথে নামলো। এই সংগঠন ছাড়াও এই দাবিতে সামিল হয়েছে একাধিক কেন্দ্রীয় সংস্থার কর্মচারীদের যৌথ মঞ্চ ।

 

পুরনো পেনশন স্কিম কী?

 ৫০ শতাংশ অর্থ পাওয়া যেত পুরনো পেনশন স্কিমে। তবে ২০০৪ সাল থেকে যে নতুন পেনশন স্কিম এসেছে তাতে টাকা পেতে গেলে নির্ভর করতে হয় বাজারের উপর। তাই অবসরের পর কত টাকা পাওয়া যাবে তা বোঝা যায় না। এই কারণেই পুরনো পেনশন স্কিম ফেরানোর দাবি উঠেছে। যদিও কেন্দ্রের তরফে আগে জানানো হয়, এই দাবি মানা সম্ভব নয়। তবে এবার একাধিক কর্মী সংগঠনের তরফে বড় হুঁশিয়ার দেওয়া হয়েছে। স্পষ্ট ভাবে জানানো হয়েছে, পুরনো পেনশন স্কিম চালু না হলে ১লা মে থেকে শুরু হবে ধর্মঘট।

 

বুধবার স্থির হয়েছে, মোদী সরকারের পক্ষ থেকে সদুত্তর না পাওয়ায় এই ধর্মঘটের পথ বেছে নেওয়া হয়েছে। সূত্রের দাবি, ধর্মঘটীরা পুরনো পেনশন স্কিম চালুর দাবিতে সরব হওয়ার জন্য এই সময়কেই আদর্শ বলে মনে করছেন। কারণ সংশ্লিষ্ট মহলের মত, পুরনো সরকারের বিদায় এবং নয়া সরকার গঠনের মধ্যবর্তী এই গুরুত্বপূর্ণ সময়ে প্রশাসন দাবি-দাওয়া মঞ্জুরিতে অনেক বেশি উদার হয়। এছাড়াও যে সময় এই নির্বাচনের ডাক দেওয়া হয়েছে সেই সময় লোকসভা নির্বাচন। এই অবস্থায় রেল ধর্মঘট শুরু হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা আছে। এতে যে আমজনতার ভোগান্তি বহুগুণ বাড়তে পারে সেকথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

 

আরও পড়ুন: Lohia Matri Sewasadan Charnak Hospital: হেরিটেজ সম্পত্তি লোহিয়া মাতৃসদনকে চার্নক হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতালে রূপান্তরিত করবে

 

Exit mobile version