কিছু দিন আগেই শুরু হয়েছে রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভারত জোড়ো ন্যায় যাত্রা। এরই মধ্যে অসমে রাহুল গান্ধীর (Rahul Gandhi)ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন হুলস্থুল বাঁধে। হিমন্ত বিশ্ব শর্মার প্ররোচনায় অসমে রাহুলের এই যাত্রায় বারবার হামলা করার অভিযোগ তোলে কংগ্রেস। তার মধ্যেই এবার পালটা BJP-র দাবি, ডামি ব্যবহার করছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)।

 

একটি মিডিয়া রিপোর্ট তুলে ধরে হিমন্ত বিশ্ব শর্মার দাবি, বাসের সামনের সিটে বসেন রাহুল গান্ধীর এই বডি ডবল। কর্মী-সমর্থকদের দিকে হাত নাড়েন এই ডুপ্লিকেট রাহুল।

অসমের মুখ্যমন্ত্রীর বিস্ফোরক দাবি, ‘যে রাহুল গান্ধীকে (Rahul Gandhi) জনসমক্ষে দেখা যাচ্ছে তিনি আসল রাহুল নন। তিনি বাসের ভিতর একটি বিলাসবহুল কুঠুরিতে থাকেন। যেখানে আটজনের বসার জায়গা রয়েছে। আর বাসের সামনের দিকে বসেন রাহুলের বডি ডবল। তাঁকে অবিকল  রাহুলের মতই দেখতে। দূর থেকে দেখলে বোঝার বিন্দুমাত্র উপায় নেই। আপনারা কি ভাবছেন, এই ন্যায় যাত্রায় মাইলের পর মাইল হাঁটছেন রাহুল? আজ্ঞে না। তাঁর জায়গায় সকলের সমানে হাত নাড়ছেন এই ডুপ্লিকেট রাহুল। আসল রাহুল কেবলমাত্র নিজেদের কাছের মানুষদের সঙ্গে বসে চা-জলখাবার খাচ্ছেন। আর ন্যায় যাত্রায় হাঁটছেন নকল রাহুল।’

 

রাহুল গান্ধীর ডুপ্লিকেট এই ব্যক্তি কে?

উল্লেখ্য, ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয়েছিল মণিপুর থেকে। এরপর অসমে ঢোকে রাহুলের এই যাত্রা। সেখানে মোট ১৭টি জেলার উপর দিয়ে ৮৩৩ কিলোমিটার পথ অতিক্রম করে এই যাত্রা। তবে হিমন্ত বিশ্ব শর্মার দাবি, এই যাত্রায় যে রাহুল গান্ধীকে (Rahul Gandhi) দেখা গিয়েছে তিনি আসল নন, ডুপ্লিকেট। কে এই ব্যক্তি?

 

ভারত জোড়ো ন্যায় যাত্রা জোরহাটে প্রবেশ করতেই সেখানে দেখা যায় এই নকল রাহুল গান্ধীকে। তাকে দেখতে হুবহু কংগ্রেস সাংসদের মতো। রাহুলের মতোই একগাল কাঁচা-পাকা দাড়ি। তাঁর পরনে ছিল সাদা হাফ স্লিভ টি-শার্ট। জানা গিয়েছে, তার নাম রাকেশ কুশওয়াহা। মধ্য প্রদেশের ভোপালের বাসিন্দা তিনি। ভারত জোড়ো ন্যায় যাত্রায় সামিল হতেই অসমে পৌঁছন তিনি। মণিপুরের ইম্ফল থেকেই যাত্রায় হাঁটছেন তিনি।

 

সংবাদমাধ্যমে রাকেশ কুশওয়াহা বলেন, ‘আমি গর্বিত। আমি সর্বদাই রাহুল গান্ধীকে (Rahul Gandhi)অনুসরণ করি। তাঁকে সম্মান করি। যুব কংগ্রেস থাকাকালীনই রাহুল গান্ধীকে (Rahul Gandhi) নিজের গুরু মনে করতাম। ভারত জোড়ো যাত্রার প্রথম পর্বেই আমার লুক প্রচারে চলে এসেছিল। সকলেই জানাচ্ছিলেন আমাকে রাহুলজির মতো দেখতে লাগছে। আমার দেশের মানুষ যখন রাহুলজির সঙ্গে আমার তুলনা করেন, গর্বে ছাতি চওড়া হয়ে যায়। অনেক পথচলতি মানুষই আমায় রাহুল বলে ভুল করে ডেকে ফেলেন।’

Exit mobile version