বিহারের রাজনীতিতে নাটকীয় মোড়। লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের (Nitish Kumar)’পাল্টি’-র সম্ভাবনা। RJD-এর সঙ্গে টানাপোড়েনের মধ্য়েই আবার রাজ্য়ে নতুন সরকার গড়ার চেষ্টা করেছেন নীতিশ কুমার (Nitish Kumar)। সূত্রের খবর, NDA সরকারে সঙ্গে সরকার গড়তে পারেন নীতীশ কুমার। ২৮ জানুয়ারি নবম বারের মতো তিনি শপথ নিতে পারেন মুখ্যমন্ত্রী হিসেবে। সুশীল মোদীকে তাঁর সঙ্গে ডেপুটি মুখ্যমন্ত্রী করা হতে পারে। একাংশ রাজনৈতিক বিশেষজ্ঞের মত, জল্পনা সত্যি হওয়ার শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর তা যদি হয় তাহলে ‘ইন্ডিয়া’ জোটের ভবিষ্যৎ নিয়ে বড়সড় সংশয় থাকবে। কারণ নীতিশই ছিলেন বিরোধী জোট ইন্ডিয়া গঠনের মূল উদ্যোক্তাদের মধ্যে অন্যতম। তাঁর ডাকে সাড়া দিয়েই বিরোধীরা একজোট হয়ে বৈঠক করেছিলেন। তিনিই যদি জোটের থেকে মুখ ফিরিয়ে নেন সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের বড় ক্ষতি হতে পারে। এমন অবস্থায় কংগ্রেসের সদর্থক ভূমিকা দরকার ছিল বলে মত পোষণ করেছেন রাজনীতির একাংশ। সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবও কংগ্রেসকে দুষছেন ইন্ডিয়া জোটের ফাটলের জন্য। তাঁর মতে, বিরোধী নেতাদের একসূত্রে বেঁধে রাখতে উদ্যোগের অভাব রয়েছে কংগ্রেসের মধ্যে। সূত্রের খবর, এমতাবস্থায় UPA চেয়ারপার্সন সোনিয়া গান্ধী নাকি একাধিকবার ফোন করেছিলেন নীতিশকে (Nitish Kumar)। কিন্তু নীতিশ (Nitish Kumar) নাকি ফোন ধরেননি সোনিয়ার এমনটাই খবর ঘনিষ্ঠ মহল সূত্রে।

 

সূত্রের খবর, সোনিয়া গান্ধী (Sonia Gandhi) নাকি নীতিশের সঙ্গে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ নিয়ে কথা বলার জন্য ফোন করেছিলেন। আগামী ৩০ জানুয়ারি বাংলা থেকে বিহারে প্রবেশ করছে রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। সেখানে নীতিশ (Nitish Kumar)  এবং তাঁর দলের নেতারা যাত্রায় সামিল হবেন বলেই আশা ছিল। বুধবার সেই মর্মে কংগ্রেসের তরফে আমন্ত্রণ পত্রও পৌঁছয়। সেই সূত্রে নাকি সোনিয়া নীতিশের (Nitish Kumar) সঙ্গে কথা বলার জন্য় ফোন করেছিলেন সোনিয়া (Sonia Gandhi)। তবে সূত্রের খবর, সোনিয়ার ফোন ধরেননি নীতীশ। ভারত জোড়ো ন্যায় যাত্রা যাবেন বলে কথা দেনন নীতিশ। আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের তরফে যে গড়িমসি চলছে, তাতে নীতিশ (Nitish Kumar)ক্ষুণ্ণ হয়েছেন বলে সংযুক্ত জনতা দলের একটি সূত্র মারফত জানা গিয়েছে। সূত্রের খবর, লালুপ্রসাদ যাদব নীতিশ কুমারকে (Nitish Kumar) পাঁচবার কল করেও তিনি তাঁর ফোনেরও উত্তর দেননি।

 

আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে বিরোধী দলগুলিতে এক ছাতার তলায় নিয়ে আসার ক্ষেত্র মূল ভূমিকা পালন করেছিলেন নীতিশ কুমার। ইন্ডিয়া জোটের মুখ হিসেবে তাঁর নামই উঠে আসবে এমনটাও একাধিকবার শোনা গিয়েছিল । শেষপর্যন্ত অবশ্য তেমন হয়নি। জোটের বৈঠকে নীতিশের পরিবর্তে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়। সূত্রের খবর, তারপর থেকেই নীতিশের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে বিরোধী জোটের। সম্প্রতি জোটের আহ্বাক হওয়ার প্রস্তাবও তাঁকে দেওয়া হয়। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্য়ান করেন তিনি। JDU-এর একটি সূত্রে খবর, নীতীশের NDA-এর সঙ্গে হাত মেলানোর বিষয়টি আপাতত বিজেপির শীর্ষ নেতৃত্বের সবুজ সংকেতের উপর নির্ভর করছে। সেটি পেলেই RJD কংগ্রেসের-বামেদের ‘মহাগঠবন্ধন’ ছেড়ে আবার এনডিএ-তে যোগ দেবেন নীতীশ। এই নিয়ে গত দশ বছরে চতুর্থবার তিনি হাত মেলাবেন NDA-এর সঙ্গে।

 

 

Exit mobile version