কলকাতা: মাস পয়লায় দাম বাড়ল রান্নার গ্যাসের। যার জেরে পকেটে চাপ পড়বে ছোট রেঁস্তোরা থেকে বড় হোটেল মালিকদের। ডিসেম্বরের ১ তারিখে বাড়ল ১৯ কেজি রান্নার গ্যাসের দাম। ১৯ কেজি রান্নার গ্যাস ব্যবহার করা হয় বাণিজ্যিক কারণে। যে কোনও ছোট রেঁস্তোরা থেকে বড় হোটেলে রান্নার জন্য এই সিলিন্ডার ব্যবহার হয়।

 

কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ২৩ টাকা। দাম বাড়ার জন্য কলকাতায় আজ থেকে  বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে খরচ হবে ১৯০৮ টাকা। দিল্লিতে সিলিন্ডারের দাম বেড়েছে প্রতি সিলিন্ডারে ২১ টাকা।  দিল্লিতে এই দাম হয়েছে ১৭৯৬.৫০ টাকা, মুম্বইতে গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে ১৭৪৯ টাকা ও চেন্নাইতে প্রতি ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৯৬৮.৫০ টাকা।

 

বাণিজ্যিক সিলিন্ডারের দামে কিন্তু গত কয়েক মাসে বারবার বদল হয়েছে।  নভেম্বরের শুরুতেই  কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে ছিল প্রায় ১০২ টাকা ।  ১৬ই নভেম্বর প্রতি সিলিন্ডারের দাম ৫৭ টাকা কমানো হয়েছিল। এরপরে ফের ডিসেম্বরের শুরুতেই  ২১ টাকা বাড়ানো হল বাণিজ্যিক সিলিন্ডারের দাম।

 

 তবে ১৪ কেজি গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন হয়নি। ফলে আগের মাসের রেটেই এ মাসে গার্হস্থ্য গ্য়াস সিলিন্ডার কিনতে পারবেন সাধারণ মানুষ। কলকাতায় ১৪ কেজির গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে ৯২৯ টাকা। উজ্জ্বলা যোজনার গ্রাহকেরা অবশ্য এই টাকার উপর আরও ৩০০ টাকার ভর্তুকি পাচ্ছেন।
 বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়লেও  আমজনতার কপালে চিন্তার ভাঁজ । রেস্তোরাঁগুলোতে গ্যাস সিলিন্ডারে খরচ বৃদ্ধি হলে স্বাভাবিক ভাবেই তার প্রভাব পড়ে আমজনতার পকেটেও। আশঙ্কা দ্রুত বাড়তে পারে খাবারের দাম। যার জেরে বেশি টাকা খরচ হবে আমজনতার।
Exit mobile version