কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মিগজাউম(Cyclone Michaung) মঙ্গলবার অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ে। আছড়ে পড়ার প্রক্রিয়াটি চলে তিন ঘণ্টা ধরে। তিন ঘণ্টা ধরে লণ্ডভণ্ড চালায় মিগজাউম(Michaung)। শক্তি হারিয়ে এখনও ফুঁসছে ঘূর্ণিঝড়(Cyclone)।

 

মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড় (Cyclone) শক্তি হারালেও বর্তমানে তা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল হিসাবে উত্তর-পূর্ব তেলেঙ্গানা এবং তৎসংলগ্ন ছত্তিশগড়, ওড়িশার দক্ষিণ অংশে অবস্থান করছে। যার প্রভাব ভারি বৃষ্টির সম্ভবনা রয়েছে রাজ্যের উপকূলবর্তী  অঞ্চলে।

 

আবহাওয়াবিদদের দেওয়া তথ্য অনুযায়ী, মিগজাউম-এর (Michaung) প্রভাবে চেন্নাইয়ে চলতি বছরে স্বাভাবিকের চেয়ে বৃষ্টির পরিমাণ ২৯ শতাংশ বেড়েছে।নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের জন্য দক্ষিণবঙ্গে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা বেড়েছে। বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকী জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা আছে। বুধবার তাপমাত্রা ২২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি বেশি।

 

ঘূর্ণিঝড়ের (Cyclone) প্রভাবে এখনও বিপর্যস্ত চেন্নাইয়ের জনজীবন। গাছ এবং বিদ্যুতের খুঁটি উপরে পড়েছে। পানীয় জল, খাবার ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে না। ১৭ জনের মৃত্যু হয়েছে।

Exit mobile version