কলকাতা: ২০১৯ এর শেষেই আবির্ভাব হয়েছিল করোনা ভাইরাসের (Corona Virus)।২০২০-তে বছরের শুরু থেকেই আছড়ে পড়েছিল কোভিড (Covid 19) ঝড়। সামনে নতুন বছর। আবারও ফিরে আসছে করোনা (Corona Virus) কাঁটা। ২৪ ঘণ্টায় দেশে ৭৪৩ জন নতুন করে কোভিড -19 এ আক্রান্ত হয়েছেন। আগের দিনের থেকে সামান্যই কমেছে সংক্রমণ। বৃহস্পতিবার ৭৯৩ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন সারা দেশে। এরই  মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে করোনায় (Corona Virus) মৃত্যুর ঘটনা। সরকারি পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।  শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে, কেরলে তিন জন, কর্ণাটকে দুই জন এবং তামিলনাড়ু ও ছত্তীসগড়ে একজন করে কোভিড আক্রান্তের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

 

করোনা বিধি নিষেধ

  1. বিশেষজ্ঞদের মতে প্রতিদিন মাস্ক পরা বাধ্যতামূলক।
  2. বারবার হাত ধোয়া এবং স্যানিটাইজ করুন।
  3. ভিড় স্থানে না যাওয়াই ভাল।
Exit mobile version