আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দিরের (Ayodhya Ram Mandir)। গোটা দেশ অপেক্ষা করছে এই দিনটির জন্য। এদিকে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন সন্ধেয় ঘরে ঘরে প্রদীপ‌ জ্বালানোর‌ আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। দিন দশেক আগে থেকেই তার প্রভাব দেখা যাচ্ছে জলপাইগুড়ির কুমোরপাড়ায়‌।

 

রাম মন্দির (Ayodhya Ram Mandir) উদ্বোধন উপলক্ষে আগাম উৎসবের আবহ জলপাইগুড়িতে । কুমোরপাড়ার‌ ঘরে ঘরে প্রদীপ‌ তৈরির‌ কাজ করছেন মৃৎশিল্পীরা। জলপাইগুড়ির বিভিন্ন এলাকার কুমোরপাড়ার‌ বাসিন্দারা এখন দিনরাত পরিশ্রম করে প্রদীপ তৈরি করছেন। মৃৎশিল্পীদের কথায়, আগামী ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের সন্ধেয় প্রত্যেকের বাড়ি বাড়ি প্রদীপ জ্বলবে। তাই অসংখ্য প্রদীপ দরকার। ফলে এই অসময়ে ব্যস্ততা অনেকখানি বেড়ে গিয়েছে।

 

জলপাইগুড়ি জেলার বাহাদুর, অরবিন্দ গ্রাম‌ পঞ্চায়েতের পাশাপাশি মোহিতনগর‌, রাহুল বাগান, পালপাড়া সহ সর্বত্র‌ই‌ চোখে পড়ছে প্রদীপ তৈরির ব্যস্ততা‌। এছাড়া ময়নাগুড়ি ব্লকের সিঙ্গিমারি পালপাড়ার মৃৎশিল্পীদের ব্যস্ততা‌ও এখন তুঙ্গে। প্রতিদিন কয়েক হাজার মাটির প্রদীপ তৈরি করছেন কুমোরপাড়ার‌ শিল্পীরা। এই অনুষ্ঠানের আগে জানুয়ারি মাসে উত্তরপ্রদেশের একাধিক মন্দিরে অখন্ড রামায়ণ এবং হনুমান চল্লিশা পাঠ শুরু হবে। ১৪ জানুয়ারি থেকে এই পাঠ শুরু হবে চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।

Exit mobile version