কথিত, সম্পর্ক পুরনো হলেই একঘেঁয়ে হয়ে যায়। তখন আর নতুন করে কথা বলার মত কিছু থাকে না। সঙ্গীর সব কিছুই কি একঘেঁয়ে মনে হচ্ছে? মাঝে মাঝেই অশান্তি , খিটখিটে ভাব লেগেই রয়েছে, মনে হচ্ছে ধুর এখানেই দাঁড়ি টানি কিংবা মাথায় বিচ্ছেদের চিন্তা? এসব চিন্তা ছেড়ে নিজেদেরকে একটু সময় দিন। বিশেষজ্ঞদের পরামর্শে পাঁচটি দাওয়াইয়ে পুরনো সম্পর্ক হবে নতুন।

 

১)একটি সম্পর্ককে সুস্থ, নিরাপদ এবং সুখী রাখতে সম্পর্কে থাকা দুই ব্যক্তিরই সম প্রচেষ্টা প্রয়োজন। যখন একে অপরকে নিজেদেরকে গভীরভাবে জেনে, সচেতন ভাবে একে অপরকে বুঝে একটি সম্পর্ককে এগিয়ে নিয়ে যায় , তখন জীবনে সুখের অভাব হয় না।

 

২)সম্পর্কের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি সম্পর্কে আত্ম-সচেতনতা এবং অন্তর্দৃষ্টি থাকা গুরুত্বপূর্ণ। প্রায়ই দ্বন্দ্ব দেখা দেয় যখন মানুষ নিজেদের সম্পর্কে সচেতন না হয়।

 

৩)সম্পর্কে থাকাকালীন মুখ ফুটে কিছু না বললেও সঙ্গী বা সঙ্গীনী মনের কথা বুঝে নেবে তাহলে হতাশ হবেন। রাগের মাথায় কোনও প্রতিক্রিয়া কখনই দেবেন না, তাতে হিতে বিপরীত হতে পারে।

 

৪) একে অপরের প্রতি শ্রদ্ধা থাকা জরুরি। অযথা সন্দেহ না করাই ভাল।

 

৫) সঙ্গী অথবা সঙ্গীনীর সঙ্গে সঠিক ব্যবহার করা, তাঁকে বদলানোর চেষ্টা না করাই ভাল।

আরও পড়ুন: Garasia Tribe: বিয়ের আগেই মা হন মহিলারা, ভারতেই রয়েছে অদ্ভূত রীতি

 

Exit mobile version