অঘ্রাণের শেষ অর্থাৎ আপাতত বিয়ের মরসুমের ইতি। তাতে কী? জন্মদিন ,পার্টি তো আছেই। পৌষের শেষ মানেই আবারও বিয়ের মরসুম। বিয়ে বাড়ি হোক বা পার্টি ত্বকের যত্ন সব সময় প্রয়োজনীয়। চট জলদি বাড়িতেও করতে পারেন স্কিন কেয়ার। কফি যে কেবল উত্তেজক পানীয় তা নয়, ত্বকের পক্ষেও খুবই উপযোগী। ত্বক টানটান এবং মসৃণ রাখতে কফির কামাল নজিরবিহীন।

 

পদ্ধতি 

কফি ফেসিয়াল করতে একটি পাত্রে ২ চামচ কাঁচা দুধ নিন। এতে এক চামচ কফি পাউডার মেশান। এবার এই মিশ্রণটি মুখে লাগান। আঙুল দিয়ে কিছুক্ষণ ত্বকে ম্যাসাজ করুন। এবার কফি ও কাঁচা দুধের মিশ্রণটি সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন

স্ক্রাবিং –

ত্বক স্ক্রাব করতে একটি পাত্রে এক চামচ কফি পাউডার নিন। এতে কিছুটা চিনি যোগ করুন। এছাড়া যোগ করুন নারকেল তেল। তবে ত্বক তৈলাক্ত হলে নারকেল তেল ব্যবহার না করাই ভাল। এই স্ক্রাব দিয়ে মুখ ও ঘাড়ে ম্যাসাজ করুন। এই স্ক্রাব দিয়ে অন্তত ৩ থেকে ৪ মিনিট ম্যাসাজ করুন। এরপর ১৫ মিনিটের জন্য ত্বকে রেখে দিন এটি। এরপর সাধারণ জল দিয়ে ত্বক পরিষ্কার করুন। এতে ত্বকে জমে থাকা ময়লা দূর হবে

 

 

স্টিম –

ত্বক স্টিম করতে, একটি বড় পাত্রে জল নিন। জলটা ভালো করে ফুটিয়ে নিন। এবার তোয়ালে দিয়ে মুখ ঢেকে রাখুন। কমপক্ষে ১০ মিনিট এতে মুখ দিয়ে স্টিম নিন। এতে ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডসের সমস্যা থেকে মুক্তি পাবেন

ফেস প্যাক –

কফির ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। এর জন্য একটি পাত্রে এক চামচ কফি পাউডার নিন। এতে কিছু দই যোগ করুন। এই দুটি জিনিস মিশিয়ে মুখে ও ঘাড়ে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এবার ত্বক থেকে কফির প্যাক সাধারণ জল দিয়ে তুলে ফেলুন

ম্যাসাজ –

সবশেষে ত্বকে ম্যাসাজ করুন। এর জন্য ২ চামচ অ্যালোভেরার মধ্যে এক চামচ কফি পাউডার মিশিয়ে নিন। এবার এই প্যাকটি ত্বকে কিছুক্ষণ রেখে দিন। অ্যালোভেরা এবং কফির প্যাকটি ২০ মিনিট রেখে দিন। এবার একটি ভেজা তোয়ালে দিয়ে মুছে ফেলুন।

Exit mobile version