উৎসব আর ফ্যাশন যেন অবিচ্ছেদ্য অঙ্গ। প্রতিটি উৎসবের জন্যই থাকে নির্দিষ্ট পোশাক। পোশাক কেনার আগেই স্থির হয়ে যায় সেটা কোন উৎসবে মানানসই। হাল ফ্যাশনের পোশাক তো ওয়ার্ড্রোবে থাকেই কিন্তু পার্টিতে নজর কাড়ার জন্য শুধু মানানসই পোশাকই যথেষ্ট নয়, চাই উপযুক্ত অ্যাকসেসারিজ এবং জুতো। ডিসেম্বর মানেই পার্টি (Winter Party) । জ্যাকেট, ব্লেজার, সোয়েটারের সঙ্গে কেমন জুতো মানাবে জেনে নিন। আজ কথা হোক পায়ে পায়ে।

 

পার্টি (Winter Party) মানেই  নাচ, গান। তাই পায়ে কমফর্ট জুতো থাকা মাস্ট। আপনি যে জুতোয় সাবলীল সেটাই পরুন। সে রংবাহারি স্নিকার্স, ক্যানভাসও দারুণ মানাবে।  শীতকালে বুট জুতো সবসময়েই  ইন। সেটা নি লেন্থও হতে পারে কিংবা অ্যাঙ্কেল লেন্থ। পার্টি (Winter Party) থিম যদি হয় পশ্চিমী সাজ তাহলে সবথেকে ভালো মানায় বুট জুতো। আবার ড্রেসের সঙ্গে স্টিলেটো , পিপ টো-র মতো জুতোও হাল ফ্যাশনের তালিকায় রয়েছে। তবে শীতকালীন পার্টিতে পা খোলা জুতো কিন্তু একেবারে নয়। তাই শীতের পার্টিতে পায়ের ফ্যাশনে বেছে নিন পা ঢাকা জুতো ।

 

লেদার জ্যাকেট, জিন্সের সঙ্গে একটা অ্যাঙ্কেল লেন্থ বুট পরে নিন। আপনি যদি ক্রিসমাস পার্টির (Christmas Party) জন্য শর্ট ড্রেসের সঙ্গে ট্রেঞ্চ কোট বেছে নেন, তাহলে  নি লেন্থ বুট পরতে পারেন। জিন্স, ওভারসাইজড সোয়েটার বা হুডির সঙ্গে সব থেকে ভাল মানায় স্নিকার্স, ক্যানভাস। তবে আপনি যে ধরণের পোশাক এবং জুতোতে স্বচ্ছন্দ সে রকমভাবেই সাজুন। আপনি কমফোর্টেবল থাকলেই হাল্কা সাজে অনায়াসে হতে পারেন আকর্ষণীয় ।

 

Exit mobile version