শাড়ি আমাদের এথনিক ওয়্যার। বিয়ে বাড়ি বা যে কোনও অনুষ্ঠানে শাড়ি সবচেয়ে যুতসই। বাঙালী রীতিতে বিয়ে মানেই সাবেকী প্রথায় কনের পরনে আটপৌরে বেনারসি। এখন অনেকেই অন্যভাবে বেনারসি পরছে। বিয়েতে সাবেকি রীতিতে শাড়ি পরলেও গায়ে হলুদ কিংবা বউ ভাতে অন্য রকম ভাবে শাড়ি পরুন।

 

ফিউসন টাচ: বিয়ের রাতে শোলার মুকুট, ভারী গয়নার সাথে আটপৌরে করে বেনারসী পরলে ভাল লাগে। তবে বিয়ের অন্যান্য অনুষ্ঠানে একটু অন্য কিছু ট্রাই করতেই পারেন। সাজগোজে ফিউসন লুক মন্দ নয়। এক্ষেত্রে শাড়ির আঁচলকে কলার স্টাইলে রাখতে হবে, তাতেই আপনাকে দেখতে লাগবে একদম অন্যরকম। গায়ে হলুদ, আইবুড়ো ভাতে এমন করে সাজতে পারেন।

 

ল্যাহেঙ্গা স্টাইল: শাড়িকে ল্যাহেঙ্গা করে পরার চল বহুদিন ধরেই চলছে। ড্রেপিং আর্টিস্টরা এত নিখুঁত ভাবে কাজটি করেন যে শাড়ি নাকি ল্যাহেঙ্গা বোঝা মুশকিল। এক্ষেত্রে প্রথমে পেটিকোট পরে নিতে হবে। তারপর পেটাকোটে শাড়ির প্রথম অংশটা ধীরে ধীরে প্লিট করে গুঁজে নিন। শেষে শাড়ির আঁচল সামনে রাখলেই লুক কমপ্লিট।

 

মার্মেড স্টাইল: মন চাইলে আপনি মার্মেড স্টাইলেও শাড়ি পরতে পারেন। এই ড্রেপিংও বেশ সহজ। এক্ষেত্রে আপনাকে শাড়ির আঁচলটি কোমরের কাছে ফিরিয়ে এনে স্টাইল করতে হবে। আপনাকে দেখে মনে হবে সাক্ষাৎ এক জলপরী সদ্য সমুদ্রবক্ষ থেকে উঠে এসেছে।

 

এক টুকরো কাপড় দিয়েই যখন এত ধরণের স্টাইল করা যায় তখন নিজের বিশেষ দিনে শাড়িতেই হয়ে উঠুন অনন্যা।

Exit mobile version