কলকাতা: উস্তাদ রাশিদ খান সঙ্কটজনক হলেও স্থিতিশীল। বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি আছেন ৫৫ বছর বয়সি শিল্পী। হাসপাতালের সূত্রের খবর এই মুহুর্তে তিনি আইটিইউতে রয়েছেন। তবে স্ট্রোকের ফলে তাঁর বাঁ দিক পক্ষাঘাতগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আশার কথা , গত এক মাসে নতুন করে মস্তিষ্কে রক্তক্ষরণ  হয়নি। পুরনো ক্ষত শুকিয়ে যাচ্ছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন গায়ক। তাঁকে রাইলস টিউব দিয়ে খাওয়ানোও হয়েছে।

 

প্রায় মাসখানেকেরও বেশি সময় ধরে  হাসপাতালে ভর্তি তিনি। অতীতে তাঁর প্রস্টেটে ক্যানসার হয়েছিল। সেখান থেকে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছিলেন। তার মধ্যেই তাঁর মস্তিষ্কে একাধিক বার রক্তক্ষরণ হয়। এর পরই হাসপাতালে ভর্তি হন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। বর্তমানে তিনি যেহেতু চিকিৎসায় সাড়া দিচ্ছেন, ফলে  সঙ্কট হয়ত ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারবেন , এমনটাই মনে করছে একটি সূত্র। তবে হাসপাতাল সূত্রের খবর, শিল্পীর সেরে উঠতে সময় লাগবে। তাঁকে স্নায়ুচিকিৎসক, মেডিসিন এবং ক্যানসারের চিকিৎসকদের একটি দল পর্যবেক্ষণে করছেন। নতুন করে অবস্থার অবনতি হয়নি।

Exit mobile version