বলিউডে গভীর শোকের ছায়া। মাত্র ১৯ বছর বয়সে থামল আমিরের রিল কন্যা সুহানি ভটনাগরের পথ চলা। দঙ্গলে ববিতা ফোগাতের ছোটবেলার চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন। তাঁর অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। তবে তাঁর মৃত্যুর খবর একেবারে স্বপ্নাতীত। ১৯ বছর বয়সী অভিনেত্রীর অকাল প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া বাণিজ্য নগরীতে। আমিরের ব্লকবাস্টার মুভি দঙ্গল খ্যাত অভিনেত্রীর মৃত্যু হয়েছে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায়। রিপোর্ট মারফৎ এমনটাই খবর। জানা যাচ্ছে, মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন সুহানি। পায়ে ফ্যাকচারের দরুণ যে ওযুধ চিকিৎসক দিয়েছিলেন সেটা শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া হয়। ধীরে ধীরে পুরো শরীরে ফ্লুইড ছড়িয়ে পড়ে। যার দরুণ ১৯ বছর বয়সেই শেষ হয়ে যায় উঠতি ট্যালেন্ট সুহানি ভটনাগরের জীবন।

 

দিল্লির এআইএমস-এ চিকিৎসা চলছিল সুহানির। সবসময় চাইতেন পড়াশোনা শেষ করে অভিনয় জগতে কামব্যাক করতে।দঙ্গলে তো সুহানির অভিনয় যেমন প্রশংসিত হয়েছিল তেমনই বিজ্ঞাপনেরও মুখ ছিলেন তিনি। আমির খানের দঙ্গলে অভিনয়ের পর একটা ব্রেক নিয়েছিলেন। কারণ সেই সময় পড়াশোনায় ফোকাস করতে চেয়েছিলেন সুহানি। এরপর আবার লাইট-ক্যামেরা-অ্যাকশনে ফেরার পরিকল্পনা ছিল। কিন্তু, শেষ ইচ্ছেটা অপূরণীয়ই রয়ে গেল তাঁর।

 

সুহানি থাকতেন ফরিদাবাদের সেক্টর ১৭- এ। জন্মস্থানেই হবে দঙ্গল কন্যার শেষকৃত্য। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন অভিনেত্রী। মাঝেমধ্যে নিজের ছবি শেয়ার করতেন সুহানি ভটনাগর। তাঁর শেষ পোস্টটি ছিল নভেম্বর মাসে। সূর্যস্নাত একটা সেলফি শেয়ার করেছিলেন অভিনেত্রী সুহানি ভটনাগর। দঙ্গলের প্রচারের সময় টিমের সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছিলেন তিনি। পরিচালক নীতিশ তিওয়ারি সহ অভিনেত্রী সানায়া মলহোত্রা ও ফতিমা সানা শেখের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছিলেন গীতা, ববিতা, জুনিয়র ববিতা ও পরিচালক। উল্লেখ্য, ২০২১- এর ২৫ নভেম্বর থেকে ইনস্টাগ্রামে আর কোনও পোস্ট দেখা যায়নি অভিনেত্রীর । দঙ্গলে অভিনয়ের পর নিজেকে অনেকটা বদলে ফেলে ছিলেন। তাঁর আমূল পরিবর্তন দেখে অবাক হয়ে গিয়েছিল ভক্তরাও।

Exit mobile version