কলকাতা: বলিউডের পর শোকের ছায়া টলিউডে। প্রয়াত অঞ্জনা ভৌমিক(Anjana Bhowmik)। ৭৯ বছর বয়সে প্রয়াত হন অভিনেত্রী। যিশু সেনগুপ্তের(Jishu Sengupta) শাশুড়ি তথা নীলাঞ্জনা সেনগুপ্তের(Nilanjana Sengupta) মা তিনি। বেশ কিছু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন তিনি। হাসপাতালেও ভর্তি করানো হয়েছিল তাঁকে। শুক্রবার শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা যায় তাঁর। এরপর শনিবার সকালে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়।

 

দক্ষিণ কলকাতায় সকাল সাড়ে দশটায় প্রয়াত হন তিনি। ষাট থেকে আশির দশকের বাংলা সিনেমায় ছিল অভিনেত্রীর চোখধাঁধানো অভিনয়। চৌরঙ্গী, থানা থেকে আসছি,থেকে শুরু করে নায়িকা সংবাদ-এর মতো ছবিতে তাঁর অভিনয় দর্শকের মন জয় করেছে। উত্তম কুমারের সঙ্গে তাঁর অভিনয় পর্দায় একেবারে অন্যরকম মুহূর্ত তৈরি করেছিল। অঞ্জনা ভৌমিক(Anjana Bhowmik) দীর্ঘদিন ধরে ছবির জগৎ থেকে অনেকটাই দূরে ছিলেন। তবে অভিনেত্রীর পরিবারের কাছের মানুষেরা বিনোদন জগতের সঙ্গে যুক্ত। নীলাঞ্জনা সেনগুপ্ত(Nilanjana Sengupta) এবং যিশু সেনগুপ্ত (Jishu Sengupta)নিজেদের প্রযোজনায়ও বেশকিছু ছবিতে অভিনয় করেছেন। শুধু তাই নয়, মেয়ে সারাও এখন এই জগতের সঙ্গে যুক্ত।

 

শুধু মহানায়কের সঙ্গে নয়, সৌমিত্র চট্টোপাধ্যায়ের(Soumitra Chattopadhyay) বিপরীতেও দেখা গিয়েছে তাঁকে। তাঁদের জুটি মন ছুঁয়ে যায় দর্শকদের । ‘চৌরঙ্গী’, ‘রাজদ্রোহী’ এবং ‘নায়িকা সংবাদ’-এর মতো বাংলা ছবিতে ম্যাটিনি আইডল উত্তম কুমার এবং অঞ্জনা ভৌমিককে(Anjana Bhowmik) প্রধান চরিত্রে দেখা গিয়েছে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়(Srijit Mukhopadhyay) বেশ কিছু বছর আগে অভিনেত্রীর একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, অভিনেত্রীর একজন বড় ভক্ত তিনি।

Exit mobile version