টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম। তবে কেবল অভিনয়ের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। পা রেখেছেন রাজনীতির ময়দানেও। ২০১৯ সালে সক্রিয় রাজনীতি শুরু করেন তিনি। তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে বসিরহাট কেন্দ্র থেকে লোকসভার সাংসদ সদস্য নির্বাচিত হন নুসরত জাহান(Nusrat Jahan)। অভিনেত্রী তথা সাংসদ জন্মদিন উদযাপন করলেন বসিরহাট এলাকাবাসীর সাথে। নুসরত জাহান(Nusrat Jahan)গভর্নিং বডির সদস্য হিসাবে বসিরহাট কলেজের অনুদানের জন্য NAAC টিমের সঙ্গে বৈঠক করেন এবং সুবিধা বঞ্চিত পরিবারের ছাত্রদের লেখাপড়ার সুবিধার জন্য উপকরণ সরবরাহ করেন।

 

২০১০ সালে “ফেয়ার ওয়ান মিস কলকাতা” সুন্দরী প্রতিযোগিতা জেতার পর নুসরত জাহান(Nusrat Jahan) তার মডেলিং ক্যারিয়ার শুরু করেন। ২০১১ সালে ‘শত্রু’-র মাধ্যমে টলিউডে আত্মপ্রকাশ করেন। তারপর থেকেই একের পর এক সিনেমা হিট। নায়িকা ব্যক্তিগত জীবনেও আলোচনার কেন্দ্রে। টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা যশ দাশগুপ্তকে (Yash Dasgupta) বিয়ের পরেও তাদের সম্পর্ক শিরোনামে এসেছিল। কিন্তু নুসরত(Nusrat Jahan) ব্যক্তিগত জীবনের প্রভাব কোনও দিনই কেরিয়ারে পড়তে দেননি। নিজের পছন্দেই জীবন কাটাতে ভালবাসেন তিনি। তার পরবর্তী সিনেমা ‘মেন্টাল’ – এ তিনি জুটি বাঁধছেন অভিনেতা যশ দাশগুপ্তর(Yash Dasgupta) সাথে।

Exit mobile version